দিনাজপুর চিরিরবন্দরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শোক র্যালি চিরিরবন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া। এ ছাড়াও উপজেলা বিএনপি, ইউনিয়ন, ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।