যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের দ্বারা পল্লীর কৃষকের পান বরজে আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইক পাড়া গ্রামে। পাইকপাড়া গ্রামের মৃত গোলাম হোসেন খানের নোয়া ছেলে নওয়াব আলী খানের পানের বরজে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক পুর্ব শত্রুরতার জেরে ৪ ঠা মার্চ তারাবির নামাজ চলাকালীন আনুমানিক রাত আটটায় পানের বরজের এই আগুন দেয়া হয়। বরজের প্রায় মাঝখানের দিকে এই আগুন ধরিয়ে দেয়া হয়। এতে প্রায় চার কাঠার মত ধরন্ত পানসহ বরজ পুড়ে সাফ হয়ে যায় এবং প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায় তারাবির নামাজের সময় রাস্তার লোকজন পানের বরজে আগুন দেখে চিৎকার করে এবং আমাদেরকে জানায়। তখন লোকজন চিৎকার করে উপস্থিত হলে বরজ নিভাতে নিভাতে প্রায় চার কাঠার মত পানের বরজ পুড়ে যায়। এতে আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকার মত ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা আরো জানায় আমরা ৫ আগস্টের পর থেকে বিভিন্ন হুমকি ধামকির মধ্যে দিন অতিবাহিত করছি। আমরা গরিব মানুষ এ ক্ষতি কাটিয়ে ওঠা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা সরকারী সহযোগিতা কামনা করছি।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম বলেন,কোনো অভিযোগ পায়নি,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা করা হয়নি।