চারখাইয়ে বিএনপির অবস্থান কর্মসুচি পালন বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত

সহিদুর রহমান প্রকাশিত: ১৮ আগস্ট , ২০২৪ ১৪:২৯ আপডেট: ১৮ আগস্ট , ২০২৪ ১৪:২৯ পিএম
চারখাইয়ে বিএনপির অবস্থান কর্মসুচি পালন বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত
নেতৃবৃন্দরা বলেন দীর্ঘ ১৭বছর পর রাজপথে কথা বলার সুযোগ পেয়েছি ফেসিস সরকারের পতনে দেশে গনতন্ত্র ফিরে এসেছে, এযেনো আবার বাংলাদেশ স্বাধীন হলো, তারা আওয়ামী সরকারের দুঃশাসনের কথা উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানান।

বৈশম্য বিরুদী সফল ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে শৈরাচার সরকারের পতন ঘটিয়ে গনতন্ত্র ফিরে পেয়েছেন জানিয়ে, অবস্থান কর্মসুচির অংশ হিসেবে চারখাই ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকাল ৫ঘটিকায় স্থানীয় চারখাই বাজারে। 

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন জাতীয়তাবাদী দলের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল টি বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহীদ নাহিদ চত্বরে পথ সভা করেন নেতৃবৃন্দরা। চারখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তাদির আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাঈদুল ইসলাম,সিলেট জেলা যুবদল নেতা জাবের আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত নেতৃবৃন্দ পৃথক পৃথক বক্তব্য প্রদান করেন। 

নেতৃবৃন্দরা বলেন দীর্ঘ ১৭বছর পর রাজপথে কথা বলার সুযোগ পেয়েছি ফেসিস সরকারের পতনে দেশে গনতন্ত্র ফিরে এসেছে, এযেনো আবার বাংলাদেশ স্বাধীন হলো, তারা আওয়ামী সরকারের দুঃশাসনের কথা উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শিপলু আহমদ, চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক বাবর আহমদ চৌধুরী, সিলেট জেলা যুবদল নেতা সামেল আহমদ চৌধুরী, জাবের আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তারেক আহমদ, শাহরিয়ার আলম চৌধুরী স্থানীয় বিএনপি নেতা হোসেন আহমদ, যুবদল নেতা আব্দুল আহাদ রুবেল, ইকবাল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন আহমদ, ছাত্রদল নেতা আশিক আহমদ, রিয়াদ আহমদ রাজা, পাভেল আহমদ, জাফর আহমদ, কয়ছর আহমদ, মাহিন আহমদ, আফজাল আহমদ, আবু সুফিয়ান, মুকিদ আহমদ প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo