সাভারের আশুলিয়ায় ভারসাম্যহীন মানসিক ২৫ বছর বয়সী এক নারী ফুটফুটে ছেলে সন্তান জন্ম হয়েছে । শিশুটির পিতা কে এখনো খোঁজ পাওয়া যায়নি। রোববার (২২ অক্টোবর) ভোর রাতে সাভার উপজেলার আশুলিয়ার থানার টঙ্গাবাড়ি এলাকায় সালাম ফিলিং স্টেশনের পাশে রাস্তায় জন্ম গ্রহণ করে শিশুটি। মানসিক ভারসাম্যহীন নারী সুখী লালমনিরহাট জেলার হাতি বান্দা থানার দেওয়ানী নিজ গট্টী গ্রামের দরোগা আলীর মেয়ে। তিনি দীর্ঘ দিন আশুলিয়ার টঙ্গাবাড়িসহ বিভিন্ন স্থানে ভবঘুরে হিসেবে থাকতেন।
স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম সফিক বলেন, 'মানসিক ভারসাম্যহীন নারী (পাগলী) আমাদের এলাকায় কিছুদিন পর পর দেখা যেতো। শুনেছি সে নবীনগর-বাইপাইলসহ বিভিন্ন জায়গায় থাকতো। কিছু কিছু সময়ে আমাদের এলাকায় দোকানে এসে চেয়ে চেয়ে খেতো। হটাৎ একদিন আমরা দেখতে পাই তার অস্বাভাবিক আচরণ। গতকাল মধ্য রাত থেকে প্রসব ব্যথা উঠার পর আমি আশেপাশের লোকজন জানতে পারি৷ পরে ভোর রাতে রাস্তার ভেতরেই সন্তান জন্ম দেয় তিনি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আরাফাত উদ্দিন বলেন, সকালে থানায় খবর দিলে সেই মানসিক ভারসাম্যহীন নারীর কাছে আমরা জাই। তিনি একটি ছেলে সন্তান জন্ম দিয়েছেন। স্থানীয় লোকজনই তার দেখভাল করতেছিলেন। প্রসূতি নারী কিছুটা অসুস্থ ও বাচ্চাটির অবস্থা স্বাভাবিক রয়েছে। তাদেরকে উপজেলা সমাজসেবা দপ্তরের সাথে কথা বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাচ্ছি।
এ বিষয়ে সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে জেনেছি। একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা হয়েছে। শুনেছি মা ও ছেলে কিছুটা অসুস্থ। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানোর জন্য বলেছি। তারা সুস্থ হলেই কোনো আশ্রয় কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করবো।