চরফ্যাশনে অবৈধ ৬ ইট ভাটার বিরুদ্ধে অভিযান ২৯ লাখ টাকা অর্থদণ্ড

মোঃ মাকসুদ আলম প্রকাশিত: ৬ মার্চ , ২০২৫ ১৪:৫৭ আপডেট: ৬ মার্চ , ২০২৫ ১৪:৫৭ পিএম
চরফ্যাশনে অবৈধ ৬ ইট ভাটার বিরুদ্ধে অভিযান ২৯ লাখ টাকা অর্থদণ্ড
ভোলার চরফ্যাশনে অবৈধ ৬ ইট ভাটার বিরুদ্ধে অভিযানে ২৯ লাখ টাকা অর্থদণ্ড প্রদান। ইট ভাটা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

ভোলার চরফ্যাশনে অবৈধ ৬ ইট ভাটার বিরুদ্ধে অভিযানে ২৯ লাখ টাকা অর্থদণ্ড প্রদান। ইট ভাটা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধীন বিভিন্ন এলাকায় অবস্থিত অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর। বুধবার (৫ মার্চ) পরিচালিত অভিযানে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব প্রদান করেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর।ঢাকা থেকে আগত মনিটরিং এন্ড এফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন।
পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তোতা মিয়া বলেন,অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩(সংশোধিত ২০১৯)এর ৫ ও ৬ নং ধারা লংঘন করার অপরাধে উক্ত আইনের ১৫ ও ১৮ ধারা মোতাবেক চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের আয়েশাবাগ এলাকায় অবস্থিত  নুরে আলম মাষ্টার এর মালিকানাধীন মেসার্স সততা ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা, আছলামপুর এলাকায় অবস্থিত ওমর ফারুক বাবুল এর মালিকানাধীন মেসার্স এ আলী ব্রিকস কে নগদ ৬ লক্ষ টাকা, সামরাজঘাট এলাকায় অবস্থিত মোঃ রাসেল এর মালিকানাধীন মেসার্স আনিশা ব্রিকস কে নগদ ৬ লক্ষ টাকা,হাজারীগঞ্জ এলাকায় অবস্থিত জসীম উদ্দিন সরমান এর মালিকানাধীন মেসার্স সরমান ব্রিকস কে নগদ ৬ লক্ষ টাকা ও চর মাদ্রাজ ইউনিয়ন এলাকায় অবস্থিত জাহাঙ্গীর হোসেন এর মালিকানাধীন মেসার্স মধুমতি ব্রিকস কে নগদ ৬ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করেন। এ সময় চর মাদ্রাজ ইউনিয়ন এলাকায় অবস্থিত মোঃ জাহিদুল ইসলাম রাসেল এর মালিকানাধীন মেসার্স ক্রাউন ব্রিকস কে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালত।
তিনি আরো বলেন, পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দন্ড প্রাপ্ত প্রায় সকল ব্রিকসের স-মিল ধ্বংস,ট্রাক্টরের কাঁচা ইট ধ্বংস এবং ফায়ার সার্ভিসের পাম্প মেশিন দ্বারা ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে সকল কাঁচা ইট ধ্বংস  করে দেয়া হয়েছে।সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলমান অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা করেন ভোলা জেলার কর্মরত পুলিশেরর একটি দল, কোস্ট গার্ডের একটি দল ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, চরফ্যাশনের একটি দল এবং পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। জেলার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অনুরুপ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযান চলাকালে অর্থদন্ড প্রাপ্ত ইট ভাটাগুলোর স্ব-স্ব মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo