সাতকানিয়া উপজেলা প্রশাসন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতকানিয়ার যৌথ উদ্যোগে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া উপজেলা প্রশাসন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতকানিয়ার যৌথ উদ্যোগে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক এই কর্মশালা তারুণ্যের সৃজনশীল শক্তিকে একত্রিত করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়।কর্মশালাটি উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাবা ফারিস্তা করিম। বিশেষ অতিথি এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জনাব সবুজ কুমার দে এবং উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী জনাব মোঃ ফয়সাল। তাঁরা বক্তব্যে তারুণ্যের উদ্যম ও সৃজনশীল চিন্তার শক্তি দিয়ে বৈষম্যমুক্ত এবং টেকসই উন্নয়নের বাংলাদেশ গড়ার আহ্বান জানান। সাতকানিয়ার বিভিন্ন স্কুল, কলেজ, এবং স্থানীয় উদ্যোক্তারা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মশালাটিতে তারা নিজেদের উদ্ভাবনী আইডিয়া শেয়ার করেন এবং ভবিষ্যৎ উন্নয়নের জন্য বাস্তবধর্মী পরিকল্পনা উপস্থাপন করেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল তরুণ শিক্ষার্থী এবং উদ্যোক্তাদের, যারা তাদের চিন্তা ও স্বপ্নের বাংলাদেশকে বাস্তবে রূপ দিতে চায়। কর্মশালাটির মডারেটর হিসেবে ছিলেন মোঃ তহীদুল ইসলাম মাছুম। তরুণদের জন্য এমন একটি আয়োজন তাদের সৃজনশীলতা ও সমাজে অবদান রাখার মানসিকতাকে আরও উৎসাহিত করবে বলে সকলে আশা প্রকাশ করেন। এ আয়োজন তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে উদ্ভাসিত করার পাশাপাশি একটি সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা তৈরি করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যায়।