কুমিল্লা ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়নে জামতলি গ্রামের নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাসেল মিয়া প্রকাশিত: ২১ অক্টোবর , ২০২৪ ১৭:৩৩ আপডেট: ২১ অক্টোবর , ২০২৪ ১৭:৩৩ পিএম
কুমিল্লা ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়নে জামতলি গ্রামের  নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবারের দাবি হত্যা করে তার (সুমাইয়া ) লাশ ঝুলিয়ে রেখেছে স্বামী তার পরিবারের লোকজন ।

নিহতের  পরিবারের দাবি হত্যা করে তার (সুমাইয়া ) লাশ ঝুলিয়ে রেখেছে স্বামী তার পরিবারের লোকজন । বৃহস্পতিবার  বিকেলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা  সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নিহত গৃহবধূ উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতুলী গ্রামের মেহেদী হাসানের  স্ত্রী।নিহতের পরিবার লোকজন সাংবাদিকদের বলেন:সুমাইয়া বাবা  জানান, বৃহস্পতিবার বিকালে  তার শ্বশুর বাড়ি লোকজন মোবাইল ফোনের মাধ্যমে তাকে  জানান সুমাইয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে ব্রাহ্মণপাড়া থানা নিয়ে যায়। পরবর্তী এই বিষয়ে অপমৃত্যু একটি অভিযোগ দায়ের করেন।সুমাইয়া আক্তার বাবা বোরহান উদ্দিন কাজল জানান, মেহেদী হাসান তার মেয়ে গত ৪-৫ মাস আগে উঠিয়ে নিয়ে  পালিয়ে বিয়ে করে বেশ কয়েকদিন ভালো ভাবে ঘর সংসার করলেও পরবর্তী মেহেদী হাসান বিদেশ যাবে বলে যৌতুক  দেওয়ার জন্য  সুমাইয়া ও তার পরিবার কাছে ১০ লক্ষ টাকা দাবী করে বলে নিহত সুমাইয়া বাবা জানান । তিনি আরো বলেন এই নিয়ে তার মেয়েকে প্রতিনিয়তই মারধর করতো। এ ব্যাপারে কথা বলতে গেলে মেহেদী  তাদের ওপরও চড়াও হয়েছে। অভিযুক্ত মেহেদী হাসানের মা সাংবাদিকদের বলেন সুমাইয়া আক্তার পরিবার আমাদের বিরুদ্ধে হত্যার অভিযোগটি  মিথ্যা, আমরা হত্যা করেনি। আত্মহত্যা করেছে কিন্তু কেন আত্মহত্যা করেছে আমি জানিনা। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জানান, এ ঘটনায় অপমৃত্যু একটি মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

এই বিভাগের আরোও খবর

Logo