চবিতে নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ মে , ২০২৫ ১৮:১৪ আপডেট: ২১ মে , ২০২৫ ১৮:১৪ পিএম
চবিতে নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাতিলের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনে আয়োজিত এ সম্মেলনে শিক্ষক ও শিক্ষার্থীরা কমিশনের প্রস্তাবনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।বক্তারা অভিযোগ করেন, কমিশনের সুপারিশে ধর্মীয় অনুশাসন, সাংস্কৃতিক ঐতিহ্য ও পারিবারিক মূল্যবোধের প্রতি অশ্রদ্ধা প্রকাশ পেয়েছে। এতে সমাজেবিভ্রান্তি ও অনৈতিকতার বিস্তার ঘটতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক শামসুন্নাহার মিতুল বলেন, “এই প্রস্তাবনার মাধ্যমে এমন একটি সমাজ ব্যবস্থার দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে, যা ইসলামিউত্তরাধিকার আইন, পারিবারিক নীতি ও সামাজিক সৌহার্দ্যের সঙ্গে সাংঘর্ষিক। পতিতাবৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া কিংবা ম্যারিটাল রেইপকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আখ্যায়িত করা—এসব প্রস্তাব সমাজকে ভাঙনের পথে ঠেলে দেবে।”তিনি আরও বলেন, “যৌনকর্মীদের অধিকাংশই অনিচ্ছাকৃতভাবে এই পেশায় যুক্ত হয়েছে। এদের পুনর্বাসনের পথ না খুঁজে বরং বৈধতা দেওয়ার উদ্যোগ পারিবারিক ও সামাজিক কাঠামোর জন্য বিপজ্জনক।”ইংরেজি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল আদন নুসরাত বলেন, “উত্তরাধিকার আইনে দ্বৈত কাঠামো (ইসলামি ও সিভিল আইন) বাস্তবায়নের প্রস্তাব বাস্তবসম্মত নয়। এতে পরিবারে বিভ্রান্তি ও আইনি জটিলতা বাড়বে।”শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী উম্মে কুলসুম বলেন, “ম্যারিটাল রেইপ আইন বৈবাহিক সম্পর্কের সৌহার্দ্য ক্ষুণ্ন করবে। আর পতিতাবৃত্তিকে স্বীকৃতি দেওয়া এক ভয়ংকর দ্বিচারিতা, যা নারীকে অপমানিত করে।”সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী নওশিন নাওয়াল ফাতিমা বলেন, “ট্রান্সউইমেনদের নারী হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি ভাষাগত কৌশলের মাধ্যমে গোপন রাখা হয়েছে। এতে প্রকৃত নারীত্ব হুমকির মুখে পড়বে।”সংবাদ সম্মেলনে বক্তারা স্পষ্ট ভাষায় জানান, "নারীর নামে নারীত্বের অবমাননা বরদাশত করা হবে না।" তাঁরা নারী সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ অবিলম্বে বাতিলের দাবি জানান এবং নারী অধিকারের নামে সমাজবিরোধী সংস্কার প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেন।

এই বিভাগের আরোও খবর

Logo