চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেশনজট ও একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়নের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসেছেন।
শনিবার (২৪ মে) দুপুর থেকে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ব্যানারে এই আমরণ অনশন কর্মসূচি শুরু হয়েছে।ছাত্রদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেশনজট সমস্যার সমাধান না হওয়ায় শিক্ষাজীবনে স্থবিরতা নেমে এসেছে। সময়মতো ক্লাস ও পরীক্ষা না হওয়ায় ক্যারিয়ার নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।“শিক্ষাজীবনে গ্যাপ নয়, সুষ্ঠু একাডেমিক ক্যালেন্ডার চাই” "পরীক্ষা হোক নিয়মিত সেশন জট হোক অতীত"— এমন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাচ্ছেন।অনশনকারীরা জানান, তারা কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত কোনো সুস্পষ্ট প্রতিক্রিয়া না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন বলে জানান তারা।