ঝালকাঠির কাঁঠালিয়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ১৬ জন প্রার্থী অনলাইনে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো: নেছার উদ্দিন।
ঝালকাঠির কাঁঠালিয়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ১৬ জন প্রার্থী অনলাইনে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো: নেছার উদ্দিন।
সহকারী রিটার্নিং অফিসার ও কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নেছার উদ্দিন জানান, বৃহস্পতিবার (০২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন এরা হচ্ছেন- বর্তমান উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: এমাদুল হক মনির, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মো: গোলাম কিবরিয়া সিকদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট এমএ জলিল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো: তরুন সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মো: শহিদুল ইসলাম।
এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামী লীগ নেতা ডাঃ মোহাম্মদ আবদুল জলিল মিয়াজী, আওয়ামী লীগ নেতা ও শিক্ষক মো: মনিরুজ্জামান শহীদ গোলদার, কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট মো: তরিকুল ইসলাম তারেক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম চন্দ্র চন্দ্র মন্ডল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: রেজাউল করিম সাদ্দাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ মাইনুল হোসেন সজল।
উপজেলা নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ফাতেমা খানম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মরহুম হাবিবুর রহমান উজির সিকদারের সহধর্মীনি সাহিদা আক্তান বিন্দু, ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রী শাহানাজ বেগম, সমাজ সেবক শেফালী বেগম ও উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক নাজমিন আক্তার তুলি।
উল্লেখ্য আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।