গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

শামীম খান প্রকাশিত: ৬ জানুয়ারী , ২০২৫ ১৬:৪৩ আপডেট: ৬ জানুয়ারী , ২০২৫ ১৬:৪৩ পিএম
গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটার নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটার নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সহনাটি ইউনিয়ন শাখা ছাত্রলীগের  যুগ্ম সাধারণ সম্পাদক তরফিন মিয়া (২০) ও সহনাটি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী নাঈম আহমেদ নিবির (২০)। এই ঘটনায় রোববার গৌরীপুর থানার এসআই মাসুদুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে নাম উল্লেখ ১২ জন ও অজ্ঞাতনামা ১৫/২০ জনকে। মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ৪ জানুয়ারি রাতে উপজেলার সহনাটি ইউনিয়নের জগির ডাংগুরি মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা সহ ছাত্রলীগের কর্মীরা সরকার বিরোধী   স্লোগান দেয় ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করা হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তরফিন মিয়া ও নাঈম আহমেদ নিবিরকে গ্রেফতার করে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটার নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এই বিভাগের আরোও খবর

Logo