‎ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সংস্কারের দাবীতে ৭ দিনের আল্টিমেটাম

মোঃ ইউসুফ আলী-ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশিত: ১১ জানুয়ারী , ২০২৫ ১৭:০৯ আপডেট: ১১ জানুয়ারী , ২০২৫ ১৭:০৯ পিএম
‎ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সংস্কারের দাবীতে ৭ দিনের আল্টিমেটাম
আজ ১১ জানুয়ারি (শনিবার) সকাল ৯টা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগকে সংস্কারের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ও ৯ দফা দাবিতে বিভাগে তালা ঝুলিয়ে আন্দোলন করেছে বিভাগের শিক্ষার্থীরা।

আজ ১১ জানুয়ারি (শনিবার) সকাল ৯টা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগকে সংস্কারের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ও ৯ দফা দাবিতে বিভাগে তালা ঝুলিয়ে আন্দোলন করেছে বিভাগের শিক্ষার্থীরা। ‎পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে তাদের দাবি জানিয়ে স্লোগান দেন। ‎শিক্ষার্থীদের উত্থাপিত দাবিসমূহের মধ্যে রয়েছে নির্দিষ্ট রুটিন প্রণয়ন এবং প্রতিটি কোর্সের ন্যূনতম ক্লাস নেয়া, সেশন জট নিরসনে তিন মাসের মধ্যে প্রত্যেক সেমিস্টারের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা, আগামী সাত কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত গেস্ট টিচার দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা, পর্যাপ্ত ক্লাস রুমের ব্যবস্থা করা, সেমিনার লাইব্রেরি বরাদ্দ দেওয়া, ইনকোর্স সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগে নিতে হবে এবং নম্বর প্রকাশ করা, বর্তমান ট্রেজারার জাহাঙ্গীর আলম স্যারকে সমাজকল্যাণ বিভাগের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব দেয়া, প্রতি বছর বিভাগ থেকে শিক্ষাসফরের ব্যবস্থা করা এবং সেটা সম্পূর্ণ বিভাগের অর্থায়নে করা, আন্দোলন পরবর্তী প্রভাব কোনো শিক্ষার্থীর উপর যেনো না পড়ে সেই বিষয়টি নিশ্চিত করা।‎ এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা কয়েকবার দাবি জানিয়ে আসছি কিন্তু কোনো কর্ণপাত করে নাই। ৯ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। প্রয়োজনে আমরণ অনশনে নেমে যাব। শিক্ষক নিয়োগের  বিষয়ে কিছু সময় নিতে পারে কিন্তু খণ্ডকালীন শিক্ষক নিয়োগ সহ অন্য দাবিগুলো সব মেনে নিতে হবে। তাদের দাবি সব রোডম্যাপ রাজপথে ঘোষণা দিয়ে ক্লাসে ফেরার সুযোগ দিতে হবে। ‎এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়া হয়েছে। সবার চেষ্টায় দ্রুততম সময়ে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান সংস্কার দেখতে পাবে শিক্ষার্থীরা।

এই বিভাগের আরোও খবর

Logo