রোববার (১৮ জানুয়ারী২৫ইং) বিকালে গাজীপুর সদর থানা কমিটির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশের ভূখন্ডে এসে বাংলাদেশের বেসামরিক নাগরিকদের উপরে ভারতীয় বিএসএফ ও উগ্র ভারতীয়দের হামলা গাছ কর্তন ও আগ্রাসনের প্রতিবাদে প্রতিবাদ সভা করেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ গাজীপুর মহানগর ও গণঅধিকার পরিষদ গাজীপুর জেলা কমিটি। গত শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ উত্তেজনা দেখা দেয় দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এরই ধারাবাহিকতা গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা শ্রমিক অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ গাজীপুর মহানগরীর সদর থানা কার্যালয়ে এই প্রতিবাদ সভা করেন প্রতিবাদ সভায় গাজীপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক তার বক্তব্য বলেন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের যে সহযোগিতা করেছেন সেটা ছিলো তাদের স্বার্থের জন্য, তখন থেকে তারা সুবিধাজনক ভাবে থাকলেও গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে যখন আর ভারত আমাদের দেশ থেকে কোন সুবিধা ভোগ করতে পারছেনা তাই তারা সীমান্তে অরাজকতা সৃষ্টি করে আমাদের দেশের সাথে একটা গন্ডগোল করার চেষ্টা করছেন। তিনি বলেন তখন ছিলো ১৯৭১ইং সাল এখন ২০২৫ইং সাল, সেসময় আমরা বাঙালীরা হয়তো তাদের সেই সুবিধাজনকের কথা বুঝতে পারিনি কিন্তু এখন আমরা সব বুঝি তাই তাদের (ভারত) সরকার কে বলতে চাই আপনাদের যদি ১৮ লাখ সেনাবাহিনী থেকে থাকে তা হলে আমাদের ১৮ কোটি দেশপ্রেমিক আছে। তিনি আরো বলেন ভারত-বাংলাদেশের যে আগ্রাসন এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়ী, তারা কেন শক্ত হাতে ধমন করছেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা এই দায়ভার এড়াতে পারেন না। তিনি ভারতের সৈনিকদের এমন আঁচড়নের জন্য তীব্র প্রতিবাদ জানান। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মোঃ আজিবর রহমান, সাবেক যুগ্ম সদস্য সচিব গাজীপুর জেলা গণ অধিকার পরিষদ। গাজীপুর মহানগর গণ অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক মোঃ বরকত উল্লাহ। ফাতেমাতুজ জোহরা, সদস্য সচিব, সদর থানা, গাজীপুর মহানগর। ইসরাত জাহান লাভলী, যুগ্ম সদস্য সচিব সদর থানা, গাজীপুর মহানগর। মোঃ আমিনুল ইসলাম মামুন, আহবায়ক শ্রীপুর উপজেলা। মোঃ আনোয়ার হোসেন, আহবায়ক, শ্রীপুর পৌরসভা। মোঃ শাহীন রেজা, সদস্য সচিব, শ্রীপুর পৌরসভা। মোঃ কাজিমুদ্দিন, যুগ্ম আহবায়ক ৫নং ওয়ার্ড শ্রীপুর পৌরসভা, সহ গাজীপুর জেলা, মহানগরের ওয়ার্ড নেতৃবৃন্দ প্রমুখ।