ব্যাপক উৎসাহ আর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চরফ্যাশন দলিল লেখক সমিতির নিজস্ব নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন, চরফ্যাশন সাব-রেজিস্ট্রার অফিসার কাওসার খান।
১৫ এপ্রিল মঙ্গলবার উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন পৌর ৮নং ওয়াডস্থ এ কার্যালয়টি
উদ্বোধন করা হয়।
কার্যালয়টি উদ্বোধন শেষে দলিল লেখক সমিতির আহবায়ক মোঃ খোরশেদ আলম'র সভাপত্বিতে এবং মোঃ শরীফ পাটওয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি দিকনির্দেশনা মুলক বক্তৃতা প্রধান করেন। তিনি সাবেক সভাপতি মোঃ আবদুল্লাহ আল মাহমুদ ও মোঃ আলমগীর পাটওয়ারী সহ নেতৃবৃন্দের কৃতকর্মের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সোহেল সহ বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভার সকল অতিথী ও বক্তাগন অত্র কার্যালয় নির্মানে সাবেক সভাপতি মোঃ আবদুল্লাহ আল মাহমুদ'র অবদানকে ধন্যবাদ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সকল নবীন-প্রবীণ দলিল লেখক, শিক্ষক, সাংবাদিক,সুশীল সমাজ,বিভিন্ন পেশার মানুষ সহ সাধারণ জনগণ।
অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করেন, চরফ্যাশন থানা মডেল মসজিদের পেশ ইমাম মাওঃ মোহাম্মদ সালাউদ্দিন।