খুললার পাইকগাছায় লতার ওয়াপদা বেড়ীবাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত! এলাকাবাসী বাঁধ রক্ষায় ব্যস্ত!

বিভাশ সরকার প্রকাশিত: ২১ অক্টোবর , ২০২৪ ১৮:১৭ আপডেট: ২১ অক্টোবর , ২০২৪ ১৮:১৭ পিএম
খুললার পাইকগাছায় লতার ওয়াপদা বেড়ীবাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত! এলাকাবাসী বাঁধ রক্ষায় ব্যস্ত!
খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নের রেখামারির নড়া নদীর উপর ওয়াপদা বেড়ীবাঁধ ভেঙ্গে গেছে!

খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নের রেখামারির নড়া নদীর উপর ওয়াপদা বেড়ীবাঁধ ভেঙ্গে গেছে! জোয়ারে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ২০-২৫ ফিট ওয়াপদা বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত। ফলে ১৯ অক্টোবর শনিবার মধ্যরাতে ২০ নং পোল্ডারে পানি প্রবেশ করে এলাকার ১১ গ্রাম প্লাবিত হয়! এলাকায় আমনধান, চিংড়ি ও সাদা মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার সকালে স্থানীয় এলাকাবাসী সেচ্ছাশ্রমের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ক্ষতিগ্রস্থ ওয়াপদা বেড়ীবাঁধ আংশিক সংস্কার করেছেন!এলাকাবাসী ক্ষতিগ্রস্থ ওয়াপদা বেড়ীবাঁধ দ্রুত সম্পূর্নভাবে নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

এই বিভাগের আরোও খবর

Logo