গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, "সোনারগাঁওয়ে মেঘনা নদীর চারপাশে অবৈধ দখলদার ও চাঁদাবাজ কারা? ১৬ বছর ক্ষমতায় থেকে যারা দখলবাজী
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, "সোনারগাঁওয়ে মেঘনা নদীর চারপাশে অবৈধ দখলদার ও চাঁদাবাজ কারা? ১৬ বছর ক্ষমতায় থেকে যারা দখলবাজী ও চাঁদাবাজী করেছে সেই আওয়ামী সরকার জামা কাপড় ছাড়া পালিয়ে যাওয়ার পর এখনো চাঁদাবাজী ও দখলবাজী চললে তা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হাজার হাজার শহীদদের সাথে বেইমানি করা হবে"। শনিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সোনারগাঁও পৌরসভা মাঠে গণঅধিকার পরিষদ সোনারগাঁও উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী আগামী বাংলাদেশ কেমন চাই শীর্ষক আলোচনা সভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এসব কথা বলেন। তিনি বলেন, "জুলাই আগষ্টের গণুঅভ্যুত্থান পরবর্তী ৬ মাস অতিক্রান্ত হলেও বর্তমান অন্তর্ভর্তীকালীন সরকার আমাদের প্রত্যাশার সবটুকু পূরণ করতে পারেনি। আমাদের মধ্যে মান-অভিমান থাকবে। গণআন্দোলনে আওয়ামী পালিয়ে যাওয়ার পর সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে, তাই আমরা তাদের কে আরো সময় দিতে চাই"। গণঅধিকার থেকে সহ-সভাপতি সোনারগাঁওয়ের সন্তান আগামী নির্বাচনে এই আসনে অংশগ্রহণ করবে। যদি আপনারা তাকে যোগ্য মনে করেন ভোট দিয়ে গণমানুষের অধিকার নিয়ে কাজ করার সুযোগ করে দিবেন"। তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণআন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সেখান থেকে তারা কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদের দোসর কাউকে রাজপথে মিছিল করতে দেখলে সবাই মিলে প্রতিহত করুন। যারা আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদকে পুনর্বাসন করার জন্য কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। দলের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান বলেন, "খেলা খেলা হবে বললেই হয় না। খেলার মাঠে শেষ পর্যন্ত টিকে থাকতে হয়।গণঅধিকার পরিষদের কাছে সাধারণ মানুষ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা হারিয়ে যাই নাই। আর যারা আ’লীগ ফেব্রুয়ারিতে মাঠে নামার ঘোষণা দিয়েছেন, আমরা গণঅধিকার পরিষদ হুঁশিয়ারি দিচ্ছি গণহত্যাকারী দলের কোনো সদস্যকে কোথাও পাওয়া গেলে আমরা প্রতিহত করব। তোমরা পিঠে তেল মালিশ করে নিয়ে আইসো"। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, উচ্চতর পরিষদ ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সহ-সভাপতি আবু হানিফ হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ভূমি, গৃহায়ন ও উন্নয়ন সম্পাদক আবুল খায়ের শান্ত, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল আলম, গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রাহুল আরফান প্রমুখ।