ভোলার চরফ্যাশনে দেড় বছর বয়সী শিশু সন্তান নিয়ে মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়ে মা-ছেলের আত্নহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।
ভোলার চরফ্যাশনে দেড় বছর বয়সী শিশু সন্তান নিয়ে মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়ে মা-ছেলের আত্নহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এঘটনায় শিশু ইসমাইলের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে শিশুটি খেলার ছলে পড়ে যায় মেঘনায়। রবিবার ১৯ জানুয়ারী দুপুরে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া লঞ্চঘাট প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে এঘটনা ঘটে। নিহত শিশু ইসমাইল উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিম এর ছেলে। ঘটনাস্থলের তথ্য সূত্রে ও স্বজনরা জানায়, ৩ বছর পূর্বে নিহত শিশুর বাবা জিন্নাগড় ৫ নং ওয়ার্ডের বাসিন্দা লোকমানের ছেলে আবদুর রহিম ও মা মাইমুনার প্রেম অতঃপর বিয়ে হয়। দাম্পত্য জীবনে সাংসারিক টুকিটাকি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। শনিবার রাতে মোবাইল নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথার কাটাকাটি হয়। রবিবার সকালে ছেলেকে ডাক্তার দেখানোর কথা বলে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়ে বলে স্থানীয় জানিয়েছেন। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইসমাইলকে মৃত ঘোষণা করেন। চরফ্যাশন থানা পুলিশের এএসআই হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে মা ও শিশুকে দেখতে যাই হাসপাতালে। নিহত শিশুর স্বজনদের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের শিশু ও মা মাইমুনাকে চরফ্যাশন পৌরসভা ৫ নং ওয়াডস্থ মাইমুনার বাবার বাড়ির লোকজনের জিম্মায় রাখা হয়েছে। স্বামী রহিম এর সাথে অভিমান করে শিশু ইসমাইলকে নিয়ে তার মা ঢাকার উদ্দেশ্যে বেতুয়া লঞ্চ ঘাটে যায়। একপর্যায়ে মা ও শিশু দু'জন নদীর কিনারায় বসেছিল। তবে শিশুটি খেলার ছলে পানিতে পড়ে যায়। শিশুটি উদ্ধার করতে মা নদীতে ঝাপ দেয়।