নেত্রকোণার কেন্দুয়া পৌরসভায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৪ জানুয়ারি) সকালে কেন্দুয়া থানার আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয় । "বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" শ্লোগানে অনুষ্ঠিত কেন্দুয়া পৌরসভার বিট পুলিশিং উঠোন বৈঠকে বক্তব্য রাখেন, কেন্দুয়া সার্কেল অফিসার/সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া পৌরসভার বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত এসআই কামাল আহমেদ, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক সমাজ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ।