কেন্দুয়ায় ইট ভাটা চালু রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান।

কোহিনূর আলম প্রকাশিত: ৪ মার্চ , ২০২৫ ১৭:৪৬ আপডেট: ৪ মার্চ , ২০২৫ ১৭:৪৬ পিএম
কেন্দুয়ায় ইট ভাটা চালু রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শ্রমজীবী মানুষের জীবিকা রক্ষা এবং ইট ভাটা মালিকদের ব্যাংক ঋণ পরিশোধে পরিবেশ সম্মত জিগজ্যাগ ইট ভাটা চালু রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে ।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শ্রমজীবী মানুষের জীবিকা রক্ষা এবং ইট ভাটা মালিকদের ব্যাংক ঋণ পরিশোধে পরিবেশ সম্মত জিগজ্যাগ ইট ভাটা চালু রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে । 
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ইট ভাটা মালিক ও শ্রমজীবী সমিতির আয়োজনে উপজেলার সব ক'টি ইটভাটার মালিক এবং কয়েক শতাধিক শ্রমিক মিলে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা বরাবর স্মরকলিপি প্রদান করা হয় ।
এর আগে সমাবেশে বক্তব্য রাখেন, ইটভাটার মালিক দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল, তৌহিদ ভুইঁয়া, ফারুক আহম্মেদ, মো. মিজানুর রহমান, মো. বাদল মিয়া, খাইরুল ইসলাম, পরিমল সরকার, জুলহাস মিয়া, শহিদুল্লাহ ভুুুঞা প্রমুখ ।
এ সময় তারা বলেন, অনেক প্রতিকূলতায় ইটভাটার ব্যবসা পরিচালনা করি আমরা । বায়ুদূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজ্যাগ ভাটা স্থাপন করে  জ্বালানী সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও টেকসই প্রযুক্তি নির্ভর দেশ গঠনে কাজ করে যাচ্ছি । এই সব ভাটায় প্রায় কয়েক হাজর শ্রমিক ও পরিবার তাদের জীবিকা নির্বাহ করে । অন্যদিকে প্রতিটি ইটভাটার বিপরীতে প্রায় ১ কোটি টাকার উপরে ব্যাংক ঋণ রয়েছে । তারা আরো বলেন, জিগজ্যাগ ইটভাটায় কোন প্রকার হয়রানী বা মোবাইল কোর্ট করা যাবে না, এমন হলে আমরা ভ্যাট দেয়া বন্ধ করে দিতে বাধ্য হবো এবং অবিলম্বে ঢাকায় মহাসমাবেশ, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করবো; বলেও হুশিয়ারী দেন ।

এই বিভাগের আরোও খবর

Logo