আজ আল্লামা ইকবালের ৮৬তম মৃত্যুবার্ষিকী

সাকিব হোসেন প্রকাশিত: ২৩ এপ্রিল , ২০২৪ ০৯:৪৩ আপডেট: ২৩ এপ্রিল , ২০২৪ ০৯:৪৩ এএম
আজ আল্লামা ইকবালের ৮৬তম মৃত্যুবার্ষিকী
বিংশ শতাব্দীর মুসলিম জাগরণের অন্যতম নকীব, মানবতাবাদী অমর কবি আল্লামা মুহাম্মদ ইকবাল। ইকবাল ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, ইতিহাসবিদ, দার্শনিক, রাজনীতিবিদ এবং ইসলামি চিন্তাবিদ। ইকবাল তাঁর ধর্মীয় ও ইসলামের রাজনৈতিক দর্শনের জন্যও বিশেষভাবে সমাদৃত ছিলেন।

বিংশ শতাব্দীর মুসলিম জাগরণের অন্যতম নকীব, মানবতাবাদী অমর কবি আল্লামা মুহাম্মদ ইকবাল। ইকবাল ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, ইতিহাসবিদ, দার্শনিক, রাজনীতিবিদ এবং ইসলামি চিন্তাবিদ। ইকবাল তাঁর ধর্মীয় ও ইসলামের রাজনৈতিক দর্শনের জন্যও বিশেষভাবে সমাদৃত ছিলেন।

১৯০৮ থেকে ১৯৩৮ সালের মধ্যে কবি ও দার্শনিক হিসেবে ইকবালের খ্যাতি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তার ক্ষুরধার লেখনী ও জাদুমন্ত্রবত্ বর্ণনায় ইসলামি শিক্ষা সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য যেভাবে প্রতিভাত হয়ে উঠে তা সত্যিকার অর্থেই একজন সচেতন পাঠককে রীতিমতো পুলকিত ও চমকিত করে। 

মুসলিম রেনেসার কবি আল্লামা ইকবাল তার ধর্মীয় ও ইসলামের রাজনৈতিক দর্শনের জন্যও বিশেষভাবে সমাদৃত ছিলেন। তাঁর একটি বিখ্যাত চিন্তা দর্শন হচ্ছে ভারতের মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠন।মানবতাবাদী কবি আল্লামা ইকবাল ১৯৩৮ সালের আজকের দিনে পা্ঞ্জাব প্রদেশের লাহোরে মৃত্যুবরণ করেন। মুসলিম মিল্লাতের অমর কবি আল্লামা মুহাম্মদ ইকবালের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। তিনি মুসলিম মিল্লাতের জন্য সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবেন।

এই বিভাগের আরোও খবর

Logo