গৌরীপুরে লটারিতে ভর্তির সুযোগ পেল ১৬৫ শিক্ষার্থী

শামীম খান প্রকাশিত: ২১ ডিসেম্বর , ২০২৩ ১৭:০৪ আপডেট: ২১ ডিসেম্বর , ২০২৩ ১৭:০৪ পিএম
গৌরীপুরে লটারিতে ভর্তির সুযোগ পেল ১৬৫ শিক্ষার্থী
বুধবার বিদ্যালয় মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উন্মুক্ত লটারি হয়। সেখানে বিদ্যালয়ে ভর্তিচ্ছু ৩৪৯ জন শিক্ষার্থীর মধ্য থেকে লটারির মাধ্যমে ১৬৫ জনকে নির্বাচিত করা হয়

উন্মুক্ত লটারির মাধ্যমে ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ১৬৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।

বুধবার বিদ্যালয় মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উন্মুক্ত লটারি হয়। সেখানে বিদ্যালয়ে ভর্তিচ্ছু ৩৪৯ জন শিক্ষার্থীর মধ্য থেকে লটারির মাধ্যমে ১৬৫ জনকে নির্বাচিত করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম প্রধান অতিথি থেকে লটারি কার্যক্রম উদ্বোধন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার বলেন, ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে ৩৪৯ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এরমধ্যে বিদ্যালয়ের পলাশ, শিউলী ও শাপলা শাখায় লটারিতে ১৬৫ জনকে  নেয়া হয়েছে।

লটারিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারি শিক্ষক রাসেল মিয়া, অভিভাবক সদস্য ফারুক আহাম্মদ, সাইফুল ইসলাম, আব্দুল মুন্নাফ, মহিলা অভিভাবক সদস্য দিলুয়ারা আক্তার দিলু, সাংবাদিক শামীম খান প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo