চাটখিলে জামায়াতের বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ হানিফ প্রকাশিত: ২৩ মার্চ , ২০২৫ ১১:১৩ আপডেট: ২৩ মার্চ , ২০২৫ ১১:১৩ এএম
চাটখিলে জামায়াতের বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতের চাটখিল পৌর শাখার উদ্যােগে বিশিষ্টজনের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল পৌরসভার আমীর মাওলানা আক্তার হোসেনের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক সাফায়াত হোসেনের পরিচালনায়  শুক্রবার বিকেলে স্থানীয় একটি হোটেলের হল রুমে  অনুষ্ঠিত হয়েছে।  ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা  সদস্য ও নোয়াখালী নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  জামায়াতে নোয়াখালী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ, বিএমএ নোয়াখালী জেলার সাবেক সভাপতি ডাঃ এমএ নোমান, উপজেলা জামায়াতে নায়েবে  আমীর মাওলানা ওমর ফারুক। বক্তব্য রাখেন   পৌরসভার নায়েবে আমীর মাওলানা রাকিব উদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশ চাটখিল উপজেলার সহ-সভাপতি মাওলানা সামছুল আলম প্রমূখ। 

সভায় প্রধান অতিথির বক্তব্য মাওলানা নিজাম উদ্দিন ফারুক বলেন, সর্বক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে। 'রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, যে কারণে এমাসটি সম্মানিত মাস। লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, যে কারণে সেই রাত হাজার মাসের চেয়েও উত্তম। দিকভ্রান্ত মানবতাকে সঠিক দিশা দেওয়য়ার জন্য কোরআন নিয়ে গবেষণার বিকল্প নেই। ব্যক্তি, পরিবার, রাষ্ট্রে ও আন্তর্জাতিক পরিমন্ডল কোরআন দিয়ে সাজানোর বিকল্প নেই। 

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo