ফিলিস্তিনের ফুটবল টিমের কাছে হারলো বাংলাদেশ ফুটবল দল

মোঃ ইসমাইল ইমন প্রকাশিত: ২৩ মার্চ , ২০২৪ ০৮:১২ আপডেট: ২৩ মার্চ , ২০২৪ ০৮:১২ এএম
ফিলিস্তিনের ফুটবল টিমের কাছে হারলো বাংলাদেশ ফুটবল দল
২০২৬ সালের বিশ্বকাপ বাছাই পর্বের কুয়েতের মাঠে ফিলিস্তিনের বিপক্ষে খেললো বাংলাদেশ জাতীয় ফুটবল দল।গ্যালারির কানায় কানায় পরিপূর্ণ বাংলাদেশি দর্শক।কুয়েতের মাঠে প্রবাসী বাংলাদেশিদের সমাগমে এ যেনো লাল-সবুজের একখণ্ড বাংলাদেশ। প্রথমে জাতীয় সংগীত সুরের মূর্ছনায় "আমার সোনার বাংলায় " ধ্বনিত হল মাঠে -গ্যালারিতে।

২০২৬ সালের বিশ্বকাপ বাছাই পর্বের কুয়েতের মাঠে ফিলিস্তিনের বিপক্ষে খেললো বাংলাদেশ জাতীয় ফুটবল দল।গ্যালারির কানায় কানায় পরিপূর্ণ বাংলাদেশি দর্শক।কুয়েতের মাঠে প্রবাসী বাংলাদেশিদের সমাগমে এ যেনো লাল-সবুজের একখণ্ড বাংলাদেশ। প্রথমে জাতীয় সংগীত সুরের মূর্ছনায় "আমার সোনার বাংলায় " ধ্বনিত হল মাঠে -গ্যালারিতে। 

গত ২১ মার্চ রোজ বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাই পর্বে কুয়েতে আন্তর্জাতিক স্টেডিয়াম - আল জাবের আল আহমেদ স্টেডিয়ামে প্রায় চল্লিশ হাজার দর্শক উপস্থিত ছিলেন যার ৯০% প্রবাসী বাংলাদেশি। শক্তিশালী দল ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল শুরুতে বেশ ভালোই খেলল ।বাংলাদেশি গোলকিপার মিতুল মারমা বেশ আত্মবিশ্বাসী হয়ে বল ঠেকাচ্ছিল।কিন্তু বিরতির আগ মুহূর্তে হঠাৎ খেই হারিয়ে ফেলল জামাল ভূঁইয়ার দল। পরপর দুটি গোল খেয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলল জামাল ভূঁইয়া দল। দ্বিতীয়ার্ধে দুঃস্বপ্ন বাড়ল আরও। শেষ পর্যন্ত বড় হারের হতাশা সঙ্গী হলো জামাল-সোহেলদের।

২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় ধাপের ম্যাচের বৃহস্পতিবার ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন ওদেই দাবাঘ, জোড়া গোল করেছেন শেহাব কুম্বর।বাংলাদেশি দর্শকরা জামাল ভূঁইয়া'র দলকে উৎসাহ দিতে কোন কমতি ছিল না। পুরো মাঠ জুড়ে বাংলাদেশ বাংলাদেশ চিৎকারে ধ্বনিত হয়। জামাল ভূঁইয়ার দল প্রত্যাশা অনুযায়ী ফলাফল দিতে না পারে শেষমেষ বাংলাদেশি সাপোর্টাররা হতাশাগ্রস্থ হয়।প্রবাসী বাংলাদেশি ফুটবল প্রেমীরা আশা ব্যক্ত করেন ইনশাআল্লাহ আগামীতে খুব ভালো খেলবে বাংলাদেশ।

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ সালের বাছাই পর্বে আগামী ২৬ই মার্চ বাংলাদেশের মাঠে ফিলিস্তিনের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ দল।বাংলাদেশি জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার দল যেন সেদিন বাংলাদেশি প্রবাসীদের প্রত্যাশা অনুযায়ী খেলে এবং জিতে।

এই বিভাগের আরোও খবর

Logo