কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল দালাল নির্মুল করতে প্রয়োজনে সেবক দল গঠন করা হবে- ড. আতিক মুজাহিদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৭ এপ্রিল , ২০২৫ ১২:৪৪ আপডেট: ৭ এপ্রিল , ২০২৫ ১২:৪৪ পিএম
কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল দালাল নির্মুল করতে প্রয়োজনে সেবক দল গঠন করা হবে- ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার অনিয়ম, পরিস্কার পরিচ্ছন্নতার অভাব ও চিকিৎসক এবং ওষুধ সংকটসহ নানা অনিয়ম, দুর্নীতি বিষয়ে সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ। আজ রোববার(৬ এপ্রিল) দুপুরে হাসপাতাল সরেজমিন পরিদর্শন শেষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে জেলা স্বাস্থ্য বিভাগের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়ম নিয়ে প্রেস ব্রিফিং করেন।

এর আগে তিনি হাসপাতালের তত্বাবধায়কের সাথে দেখা করে হাসপাতালের সংকটের বিষয়ে কথা বলেন। এরপর জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে সেখানকার স্বাস্থ্যসেবার সার্বিক খোঁজ খবর নেন।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালট্যান্টের ২০ জনের বিপরীতে ২ জন, জুনিয়র কনসালট্যান্ট ৪২ জনের বিপরীতে ৬ জন, মেডিক্যাল কর্মকর্তা ৮৯ জনের বিপরীতে ৭ জন রয়েছে। মোটা দাগে ২৫ লাখ জনসংখ্যার কুড়িগ্রাম জেলায় ৩৫ জন চিকিৎসক রয়েছে। ফলে চিকিৎসক সংকটে কুড়িগ্রাম জেলার স্বাস্থ্য ব্যবস্থা অসুস্থ হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালের কোন ঔষুধ নেই। শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের বহির্বিভাগ কক্ষে ডিএমএফ করা একজন চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন। সেখানের দায়িত্বরত বিশেষজ্ঞ চিকিৎসক রেপুটেশনে তিন বছর ধরে বাইরে আছেন। ছোট ছোট শিশুদের চিকিৎসা কারা দিচ্ছে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন মাথাব্যথা নেই। কুড়িগ্রামের মানুষ গরীব বলে কী তাঁদের জীবনের মূল্য নেই?

হাসপাতালে দালালদের রৌরাত্ম্য বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিক মুজাহিদ বলেন, হাসপাতাল দালাল মুক্ত করতে প্রয়োজনে দালালদের বিপরীতে সেবক দল গঠন করা হবে। জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নিয়ে এই সেবক দল হবে। তবুও হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা জনকল্যান মূলক করতে হবে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক সংকটসহ ওষুধ ও প্রয়োজনীয় অন্যান্য সমস্যা নিয়ে খুব দ্রুততম সময়ে স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করে সমাধান করার চেষ্টা করা হবে বলে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন। আগামী এক মাসের মধ্যে এই সমস্যার সমাধান করা না হলে তিনি সকলকে নিয়ে আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারী দেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন এনসিপির জেলা সংগঠক মুকুল মিয়া, সংগঠক আসাদুজ্জামান আসাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আবদুল আজিজ নাহিদ, মুখ্য সংগঠক সাদিকুর রহমানসহ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo