কুড়িগ্রামে মৌমাছির কাম‌ড়ে সা‌বেক সেনা সদস্যের মৃত্যু

মোঃ লাদেন মিয়া প্রকাশিত: ১১ মার্চ , ২০২৫ ১৬:০৮ আপডেট: ১১ মার্চ , ২০২৫ ১৬:০৮ পিএম
কুড়িগ্রামে মৌমাছির কাম‌ড়ে সা‌বেক সেনা সদস্যের মৃত্যু
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় মৌমাছির কামড়ে ইউনুস আলী বয়স (৬৫) বছর এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মারা যান

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় মৌমাছির কামড়ে ইউনুস আলী বয়স (৬৫) বছর এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মারা যান। সোমবার (১০ মার্চ) দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর ছড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে । ইউনুস আলী পাঁচপীর ছড়ারপাড় গ্রামের নেছার শেখের ছেলে।স্থানীয়রা জানায়, সোমবার সকালে বাড়ির পাশে রসুনের জমিতে নিড়ানির কাজ করছিলেন ইউনুস।জমির সীমানা ঘেঁষে শিমুল গাছের ডালে মৌমাছির চাক ছিল। হঠাৎ করে চাক ভেঙে একঝাঁক মৌমাছি তার শরীরে পড়ে। এ সময় মৌমাছির আক্রমণে শিকার হন তিনি।তারা আরো জানায়, মৌমাছির কামড় সহ্য করতে না পেরে পাশে পুকুরে লাফিয়ে পড়েন তিনি।পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার প‌থে তার মৃত্যু হয়।নিহতের চাচাতো ভাই আতাউর রহমান বলেন, সোমবার সকালে জমিতে কাজ করতে গিয়ে ইউনুস মৌমাছির কামড়ে আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।স্থানীয় ইউপি সদস্য বাবলু মিয়া ব‌লেন, একাধিক মৌমা‌ছির কাম‌ড়ে তি‌নি গুরুতর অসুস্থ হন।হাসপাতা‌লে নেওয়ার প‌থে তার মৃত্যু হ‌য়।

এই বিভাগের আরোও খবর

Logo