কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলনে ঝুঁকির মধ্যে দু'টি গ্রাম, বালু উত্তোলন বন্ধের দাবী এলাকা বাসীর

সহিদুর রহমান প্রকাশিত: ৪ মে , ২০২৫ ১১:১৮ আপডেট: ৪ মে , ২০২৫ ১১:১৮ এএম
কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলনে ঝুঁকির মধ্যে দু'টি গ্রাম, বালু উত্তোলন বন্ধের দাবী এলাকা বাসীর

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৩নং দুবাগ ইউনিয়নের চরিয়া ও নয়া দুবাগের মধ্যে দিয়ে প্রবাহিত কুশিয়ারা নদী, এর মধ্যেখানে বছর জুড়ে বালু খেকোরা বালু উত্তোলন করে আসছেন এর ফলে দু’টি গ্রামের অনেক স্থাপনা নদীর বুকে বিলীন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবী সরকারি বেসরকারী স্কুল মসজিদ সহ বাড়ী ঘর নদীতে তলিয়ে যাওয়ায় গ্রামের অনেক পরিবার নিঃস্ব অনেকের বসত ভিটা না থাকায় কোথায় পরিবার পরিজন নিয়ে গেছেন অনেক আত্মীয় স্বজনরা খোঁজ পাচ্ছেন না বলে জানিয়েছেন এলাকার এক ভুক্তভুগী। 

চরিয়া গ্রামবাসীর পক্ষ থেকে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক এনাম জানান সরকারী কর্মকর্তাদের বিষয় টি জানালে অনেকে এসে পরিদর্শন করে গেলেও এর কোন প্রতিকার নেই, দুটি গ্রামের পাশের যায়গা নাকি কে যেনো লীজ নিয়ে বালু উত্তোলন করিতেছে, তিনি বলেন লীজের যায়গা থেকে প্রায় ২০০শত ফিট গভীর পর্যন্ত খনন করে বালু নিয়ে গেছেন অনেক দিন পুর্বে। বর্তমানে যে যায়গা হতে বালু উত্তোলন করা হচ্ছে তাহা লীজের মধ্যে কি করে হয় গ্রাম ভাঙনের জন্য সরকার কখনো নদী খননে লীজ দেয় বা কি ভাবে। 

এলাকা বাসীর দাবি নদীতে বালু উত্তোলন বন্ধ না হলে যে গুলো বাড়ীঘর মসজিদ ও বিদ্যালয় রয়েছে তা ও ভবিষ্যতে নদীর বুকে বিলীন হয়ে যাবে। তারা বর্তমান সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জোর দাবী জানান। নদী ভাঙনের কবল থেকে রক্ষা করার অনুরোধ ভুক্তভোগী দের।

এই বিভাগের আরোও খবর

Logo