কুমারখালীতে ভিন্ন ভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ২ নেতাকে আটক

মাহাবুব হোসেন প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১১:৩৩ আপডেট: ১৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১১:৩৩ এএম
কুমারখালীতে ভিন্ন ভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ২ নেতাকে আটক
কুষ্টিয়ার কুমারখালীতে ভিন্ন ভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ২ নেতাকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে থানা পুলিশ।

কুষ্টিয়ার কুমারখালীতে ভিন্ন ভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ২ নেতাকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রাম থেকে ১ জন ও চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া গ্রাম থেকে অপরজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের মৃত কেসমত কবিরের ছেলে মোঃ সাইদুল (শহিদ) (৫২) এবং চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া গ্রামের সুবাহান শেখের ছেলে মোঃ তোফাজ্জেল শেখ (৩৮)। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান শেখ জানান, পুলিশের বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo