কালিহাতীতে বাস চাপায় দুইজন নিহত।

মোঃ মহসিন হোসেন প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:২২ আপডেট: ১১ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:২২ পিএম
কালিহাতীতে বাস চাপায় দুইজন নিহত।
সোমবার (১০ ফেব্রুয়ারি ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোকারচর ১৮ নম্বর ব্রীজের নিকট এই দুর্ঘটনাটি ঘটেছে।

টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোকারচর ১৮ নম্বর ব্রীজের নিকট এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন- উপজেলার পরশাবেনু গ্রামের মকবুল হোসেনের ছেলে ভ্যানচালক আব্দুল হালিম (৩৫) ও গোবিন্দপুর গ্রামের আবুল মিয়ার ছেলে রাজ্জাক আকন্দ (৪৪) । যমুনা সেতুপূর্ব থানার এসআই তাহেরুর ইসলাম জানান, দুপুরে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে চালক আব্দুল হালিম ও এক যাত্রী যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় তারা যমুনাসেতু মহাসড়কের ১৮ নং ব্রীজের কাছে পৌঁছালে পেছন দিক থেকে একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায় । এতে ভ্যান চালক আব্দুল হালিম ও যাত্রী রাজ্জাক বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে নিহদের মহরদে উদ্ধার করে যমুনা সেতু থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।

এই বিভাগের আরোও খবর

Logo