নকলায় বিশ্ব পরিবেশ দিবসে মানবিক সহায়তা যুব সংস্থার বৃক্ষরোপণ

নাম :রেজাউল হাসান প্রকাশিত: ৬ জুন , ২০২৪ ০৮:০৬ আপডেট: ৬ জুন , ২০২৪ ০৮:০৬ এএম
নকলায় বিশ্ব পরিবেশ দিবসে মানবিক সহায়তা যুব সংস্থার বৃক্ষরোপণ
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাধারন সম্পাদক মীর মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক লিয়ন মির্জা, সদস্য সাকিব হাসান,কায়দা বাজারদী গোরস্থান মাদরাসার মোহতামিম মাওলানা আহমাদ উল্লাহ, নকলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেরপুরের নকলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করেছে নকলা মানবিক সহায়তা যুব সংস্থা নামে এক সেচ্ছাসেবী সংগঠন।

বুধবার (৫ জুন) শেষ বিকালে সংস্থাটির পক্ষ থেকে পৌর শহরের কায়দা বাজারদী গোরস্থান মাদরাসা প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধীসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাধারন সম্পাদক মীর মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক লিয়ন মির্জা, সদস্য সাকিব হাসান,কায়দা বাজারদী গোরস্থান মাদরাসার মোহতামিম মাওলানা আহমাদ উল্লাহ, নকলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নকলা মানবিক সহায়তা যুব সংস্থার সভাপতি আনোয়ার হোসাইন জানান, পরিবেশ রক্ষা ও গরমকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে তার সংস্থা বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে যা এলাকার স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন স্থানে রোপণ করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo