কাঠালিয়ায় ক্লেমন ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ৫ মে , ২০২৫ ১৩:৪২ আপডেট: ৫ মে , ২০২৫ ১৩:৪২ পিএম
কাঠালিয়ায় ক্লেমন ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা পরিষদ মাঠে ক্লেমন ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় যুগ্ন সচিব ও ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ খেলায় কাঠালিয়া একাদশ বনাম খুলনা একাদশ প্রতিদ্ব›দ্বীতা করে। প্রথমে টস জিতে কাঠালিয়া একাদশ ১৫ ওভারে ২০৬ রান করে পক্ষান্তরে খুলনা একাদশ ১৫ ওভার শেষে ২০৬ রান করলে ম্যাচ ড্র হয়। আলোক স্বল্পতার কারণে সুপার ওভার অনুষ্ঠিত না হওয়ায় টুনার্মেন্ট কর্তৃপক্ষ উভয় দলকে বিজয়ী ঘোষনা করেন।  

কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ্র, সহকারী পুলিশ সুপার মোঃ শাহ আলম, সহকারি কমিশনার মোঃ ইসতিয়াক হোসেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আকন, ক্রিড়াবিদ মোঃ হাছিব ভুট্ট, মোঃ ইসরাফিল তালুকদার। নানা শ্রেণি পেশার মানুষ খেলা উপভোগ করেন।

এই বিভাগের আরোও খবর

Logo