কাঠালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ৮ মার্চ , ২০২৫ ১৬:১৮ আপডেট: ৮ মার্চ , ২০২৫ ১৬:১৮ পিএম
কাঠালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

ঝালকাঠির কাঠালিয়ায় “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন“ স্লোগানকে  সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।    আজ ০৮ মার্চ সকাল ১০ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হন।   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আনোয়ারা বেগম। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, উদ্যোক্তা ও সচেতন নাগরিকবৃন্দ অংশ গ্রহন করেন।  আলোচনা সভায় নারীর অধিকার, অর্থনৈতিক সক্ষমতা ও কর্মসংস্থানে অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা করা হয়। কর্মজীবী নারীদের জন্য কর্মস্থলে ডে কেয়ার সেন্টার স্থাপন, ব্রেস্ট ফিডিং কর্নার, আলাদা নামাজ ও প্রার্থনার স্থান নিশ্চিতকরণসহ নারীর গৃহস্থালি কর্মের যথাযথ মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo