এক চেয়ারম্যান প্রার্থীসহ দুই ভাইস চেয়ারম্যানের মনোনয়ন প্রত্যাহার

কাওসার হামিদ প্রকাশিত: ২০ মে , ২০২৪ ০৯:২৮ আপডেট: ২০ মে , ২০২৪ ০৯:২৮ এএম
এক চেয়ারম্যান প্রার্থীসহ দুই ভাইস চেয়ারম্যানের মনোনয়ন প্রত্যাহার
বরগুনার তালতলী পজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে এক চেয়ারম্যান প্রার্থী ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।রবিবার (১৯ মে) দুপুরে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা ।

বরগুনার তালতলী পজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে এক চেয়ারম্যান প্রার্থী ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।রবিবার (১৯ মে) দুপুরে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা ।

ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ মে রবিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো। এতে বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দারের স্ত্রী চেয়ারম্যান পদ প্রার্থী সুমি আক্তার, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. খলিলুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিকা নাজনীন প্রার্থিতা প্রত্যাহার করেন। 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে অনুষ্ঠিত বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র অনলাইনে দাখিল করেন। এ উপজেলা থেকে সর্বশেষ চূড়ান্ত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার, সিনিয়ার সহসভাপতি ও সাবে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জাম মিন্টু, উপজেলা বিএনপি’র সদস্য সচিব  ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন সাবেক ই্উপি চেয়ারম্যান দুলাল ফরাজী,জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইমতিয়াজ ইমন নয়ন বেপারী ও সাবেক ইউপি সদস্য গাজী মো. রেজাউল ভোটযুদ্ধে অংশ নিবেন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন মোসা. কামরুন্নাহার।

উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, চেয়ারম্যানসহ তিনজন প্রার্থী তাদের মনোনয়ন প্রাত্যহারের আবেদন করেন।

এই বিভাগের আরোও খবর

Logo