ভেড়ামারায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণ

মোঃ রাকিব হোসেন প্রকাশিত: ১০ নভেম্বর , ২০২৪ ১৪:৪৫ আপডেট: ১০ নভেম্বর , ২০২৪ ১৪:৪৫ পিএম
ভেড়ামারায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণ
দি বাংলা ইনডিপেনডেন্ট জেলা প্রতিনিধি - কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাহিরচর ইউনিয়নের ভেড়ামারা হাসপাতাল রোডের পার্শ্বে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

দি বাংলা ইনডিপেনডেন্ট জেলা প্রতিনিধি - কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাহিরচর ইউনিয়নের ভেড়ামারা  হাসপাতাল রোডের পার্শ্বে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।অবৈধভাবে দোকান ঘর নির্মাণকাজ চললেও এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কোন মাথা ব্যথা ছিল না। পরবর্তী তে স্হানীয় জনগণ সোচ্চার হলে দোকান ঘর নির্মানে বাধা প্রদান করলেও অভিযুক্তরা নাকি  জোরপূর্বকভাবে দোকানঘর নির্মান করছে বলে জানিয়েছেন। এতে ক্ষোভ প্রকাশ সিরাজুল ইসলাম ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব কে জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দোকান ঘর নির্মাণ করার খবর পেয়ে তা বন্ধের নির্দেশ দেন। কিন্তু কিছু অসাধু স্থানীয় ব্যাক্তিবর্গের যোগসাজসে দিন দিন স্থানীয় প্রভাবশালীরা পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে ঘরবাড়ি ও দোকানপাট গড়ে তুলছেন। মন্টু নামে একজন বলেন, কতিপয় ব্যক্তিরা জায়গা দখল করে বিক্রি করেছেন নদী ভাঙন এলাকার এবং দরিদ্র মানুষের কাছে।এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বাদশা মন্ডল পানি উন্নয়ন বোর্ডের অনুমতি পত্র আমাদের কে দেখাতে পারেননি। এ বিষয়ে ভেড়ামারা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন,  জায়গা দখল করে দোকান নির্মানের বিষয়টি শুনে কাজ বন্ধ করে দেওয়া ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন মহোদয়কে অবহিত করলে আজ বিকেল ৫:৩০ মিনিটের সময় অবৈধভাবে স্থাপিত দোকান ঘরটি অপসারণ করেন। সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন বলেন, এ নিয়ে পরবর্তীতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে জায়গা উদ্ধারসহ দখলদারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে বলে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব কে জানান।

এই বিভাগের আরোও খবর

Logo