ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নাশকতা মামলায় বন্ধন চন্দ্র দেব (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ০৯: ০০ ঘটিকায় নাসিরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।বন্ধন চন্দ্র দেব নাসিরনগর সদর ইউনিয়নের নাছিরপুর গ্রামের মৃত নলিনী মোহন দেবের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নাশকতা মামলায় বন্ধন চন্দ্র দেব (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ০৯: ০০ ঘটিকায় নাসিরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।বন্ধন চন্দ্র দেব নাসিরনগর সদর ইউনিয়নের নাছিরপুর গ্রামের মৃত নলিনী মোহন দেবের ছেলে। তিনি নাসিরনগর সদর ইউনিয়ন আ. লীগের সাংগঠনিক সম্পাদক।অপরদিকে একই মামলায় সন্ধ্যায় আব্দুল হাই (৫৫)নামে আরো একজনকে উপজেলার শ্রীঘর বাজার হতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল হাই বুড়িশ্বর পূর্বপাড়ার মৃত ইউছুফ আলীর ছেলে।তিনি বুড়িশ্বর ইউনিয়ন যুবলীগের দুই বারের সাবেক সাধারন সম্পাদক। নাসিরনগর থানার এস আই মহিন উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানায়, চলতি বছরের ৩ সেপ্টেম্বর তারিখে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর -১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এস একে একরামুজ্জামান ও সাবেক সাংসদ বদরুদ্দোজ্জা সংগ্রাম সহ ১১৮ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান । এ মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও ২০০ থেকে ৩০০ জনকে।বৃহস্পতিবার নাসিরনগর থানার পুলিশ দুই স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন আসামি হিসাবে বন্ধন চন্দ্র দেব ও আব্দুল হাই কে গ্রেফতার করেন।পুলিশ জানায় এ বছরের ৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে দায়ের করা মামলায় সন্দেহভাজন দুই জনকে আসামি হিসাবে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।