এক কেজি গাঁজা সহ যুবক গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী , ২০২৫ ১১:০২ আপডেট: ২৭ ফেব্রুয়ারী , ২০২৫ ১১:০২ এএম
এক কেজি গাঁজা সহ যুবক গ্রেফতার।
এক কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ।

পটুয়াখালীর গলাচিপায় এক যুবককে এক কেজি গাঁ'জাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) ভোর ৬টা ১০ মিনিটে গলাচিপা থানাধীন আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ শাহেদ দালাল (২৩)। তিনি রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের উত্তর কাজির হাওলা গ্রামের মোঃ আরশেদ দালালের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গলাচিপা টু শাখারিয়াগামী পাকা রাস্তার পাশে মোতাহার হাওলাদারের চায়ের দোকানের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন শাহেদ দালাল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৪০ হাজার টাকা। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo