যশোরের অভয়নগরে খেয়াঘাটের যাত্রী ছাউনি নির্মাণে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে বলে জানা যায়।দীর্ঘদিন ধরে অভয়নগর উপজেলার জনবহুল স্থান ৭নং শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ নিয়ে যে বাদানুবাদ চলে আসছিলো সেই সমস্যা সমাধানকল্পে ২ মে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে এক ফলপ্রসূ সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিটিং উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা মজলিসের সূরা সদস্য অধ্যাপক মশিউর রহমান, অভয়নগর উপজেলার সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র অভয়নগর উপজেলার সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, উপস্থিত ছিলেন ৭নং শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন ৭ং শুভরাড়া ইউনিয়নের সম্মানিত ইউপি সদস্যবৃন্দসহ জামায়াত বিএনপির স্থানীয় নেতা ও কর্মী বৃন্দ। সেখানে তারা উক্ত খেয়াঘাটে সকলের সহযোগিতায় যাত্রী ছাউনি সম্পন্নকরণের সকল কার্যক্রম ঐক্যবদ্ধভাবে সম্পন্ন করার বিষয়ে ঐক্যমত পোষণ করেন ও এলাকার উন্নয়নে ভুমিকা রাখার প্রত্যয় ব্যাক্ত করেন।
এবিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম বলেন,শুভরাড়া ইউনিয়ন পরিষদের নামে থাকা ৩ শতাংশ জায়গায় যাত্রী ছাউনি নির্মাণ করতে গেলে কতিপয় দুর্বৃত্ত বাধা দিয়ে ভেঙ্গে ফেলে এবং জামায়াতের অফিস নির্মাণ করা হচ্ছে বলে অপপ্রচার করা হয়। সেই সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা এলাকাবাসী বসে খেয়াঘাটে ছাত্রী ছাউনি নির্মাণের জন্য ঐক্যমতে পৌঁছেছি। আগামী ৫ ই মে পিআইও অফিসে আলোচনা করে কাজ শুরু হব।