মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার হাট ইউপি অফিস হইতে ছোট দাস বাস্তবায়নাধীন সড়কে চারটি বৈদ্যুতিক খুঁটি থাকায় এলজিইডি সড়কের নির্মাণ কাজ ব্যাহত হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে গত ২৮ এপ্রিল ঝিনেদাহের দুদকের সহকারী পরিচালক মোঃ বজলুর রহমান ,এএসআই মহসিন হাসান, উচ্চমান সহকারী তপন কুমার চৌধুরী ও কনস্টেবল কামরুজ্জামান সরেজমিনের দর্শনে আসেন। এ ব্যাপারে শ্রীপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ শামীম উদ্দিন বলেন, বৈদ্যুতিক খুঁটি অবসারনের জন্য গত ১৩ই এপ্রিল সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ অফিস বরাবর অর্থ পরিশোধ করেন। এবং দুদকের একটি টিম অফিসে এসে সমস্ত কাগজপত্র দেখেছেন। আমরা গত ২৯ শে এপ্রিল বৈদ্যুতিক চারটি খুঁটি ই স্থানান্তর করে দিয়েছি। এখন সড়কের কাজ করতে কোন সমস্যা হবে না।