যশোর শিক্ষা বোর্ডে একাডেমি শাখার সহকারী সচিব সুফিয়া খান ঠিকমত অফিস করেন না বলে অভিযোগ উঠেছে। অফিস চলাকালীন সময়ে তিনি বাইরে থাকেন। এ জন্য তিনি সচিবের কাছে কোন অনুমতি নেন না। তার কাছে সচিব ফোন দিলেও তিনি রিসিভ করেন না। নাম সংশোধন কাছে আসা শিক্ষক, শিক্ষার্থীরা পড়েন সমস্যায়।
বোর্ডসূত্র জানায় অফিস শুরু হয় সকাল সকাল ৯টায়। বৃহস্পতিবার সকাল ১১টায় পর্যন্ত একাডেমি শাখার সহকারী সচিব সুফিয়া খানমকে অফিসে পাওয়া যায়নি। অথচ তিনি একাডেমি শাখা ও রেকর্ড রুমের দায়িত্বে আছেন। যে শাখার কাজ নাম সংশোধন করা। ওই শাখার অন্য কর্মচারীরাও বলতে পারেনি সুফিয়া খানম কোাথায় গেছেন। এমনকি তার মোবাইল নম্বরটা দিতে পারেন নি।
পরে ভুক্তভোগী বোর্ডে সচিব প্রফেসর আব্দুর রহিমের শরণাপন্ন হলে তিনি সুফিয়া খানমকে দুই থেকে তিনবার মোবাইলে কল দেন। তারপরও তিনি রিসিভ করেন নি। পরে অফিসে কাজে আসা অন্য একজন তার কাছে ফোন দিলে তিনি বলেন আমি কাজে আছি ফোন দিয়ে সমস্যা করছেন কেন। পরে ওই ব্যক্তি আবার ফোন দিয়ে সচিবের কাছে দিলে তিনি সুফিয়া খানমকে বলেন আপনি কেন ফোন ধরেন না। তার কাছে বলে বাইরে গেছেন। এর সঠিক উত্তরও একাডেমি সচিব সুফিয়া খানম দিতে পারেন নি।
এ বিষয়ে বোর্ডে সচিব প্রফেসর আব্দুর রহিম জানান, একাডেমি সচিব সুফিয়া খানমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।