সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার্থীদের হেলমেট চুরি ডিসি অফিস চত্বরে চোরের দৌরাত্ম্য, আতঙ্ক গলাচিপা উপজেলা বিএনপির নেতৃত্বে হাসান মামুন এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ উলিপুরে চরাঞ্চলে পেঁয়াজের চারা বিক্রি, হাত বদলেই বেড়ে যায় দাম কুমিল্লা-৯ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দীন লাখাই থানা পুলিশের ‘ডেভিলহান্ট’ অপারেশন: যুবলীগের সাবেক সভাপতি জুনায়েদ গ্রেফতার শরীফ ওসমান হাদী ও শ্রমিক দীপু হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন নড়াইল সদর হাসপাতালের লিফটের কাজ দীর্ঘ ৮ বছরেও শেষ হয়নি য়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে কেন্দ্র সংশ্লিষ্ট বিদ্যালয়ে ও অপরাধীদের সনাক্ত করতে বিভিন্ন রাস্তার মোড়ে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ সীমান্তে অবৈধ প্রবেশের দায়ে ভারতীয় বিএসএফ সদস্য আটক বাগেরহাটে ‘দৈনিক আমার দেশ’-এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

য়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে কেন্দ্র সংশ্লিষ্ট বিদ্যালয়ে ও অপরাধীদের সনাক্ত করতে বিভিন্ন রাস্তার মোড়ে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

মিরাজুল কবীর টিটো / ১
Update Time : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
Exif_JPEG_420

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে কেন্দ্র সংশ্লিষ্ট বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন ও অপরাধীদের সনাক্ত করতে বিভিন্ন রাস্তার মোড়ে হাই রেজুলেশনের সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেয়া হয়। সেই সাথে ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগানোর জন্য ব্যবসায়ীদের চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়।
কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে রোববার সকালে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় পৌর প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ দের তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, শহরের বিভিন্ন মোড়ে হাই রেজুলেশনের সিসি ক্যামরা স্থাপন করা প্রয়োজন। এ ক্যামেরা থাকলে অপরাধী সনাক্ত করতে সহজ হবে। এজন্য মনিহার, চাঁচড়া ও দড়াটানায় সিসি ক্যামেরা স্থাপন ও পালবাড়ী থেকে চাঁচড়া পর্যন্ত আলোকিত করার প্রস্তাব রাখেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, শহরের বিভিন্ন মোড়ে পৌরসভা থেকে সিসি ক্যামেরা স্থাপন করবে। সেই সাথে লাইটিং করবে। ব্যবসায়ীদের চিঠি দেয়া হবে তারা যাতে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সিসি ক্যামেরা স্থাপন করে। নির্বাচন সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে যেসব বিদ্যালয়ে ভোট কেন্দ্র হবে। সেসব বিদ্যালয়ে কর্তৃপক্ষ সিসি ক্যামেরা স্থাপন করবে। যাদের  পোশা বিড়ালে কামড়াবে, তাদের বিনামূল্যে টিকা দেয়া হবে না। টিকা গরীব মানুষের জন্য। আর যত উন্নয়ন মুলক কাজআছে, সেগুলো ফেব্রুয়ারি মাসের আগে করতে হবে।  রাস্তা সংস্কারের কাজের বালি, খোয়া এমন স্থানে রাখতে হবে,যাতে করে জনদুর্ভোগ না হয়। বিশে করে যেসব বিদ্যালয় কেন্দ্র হবে সেগুলো ভিজিট করে জানুয়ারি মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন, শহরের ১৭টি রাস্তার কাজ শুরু করা হয়েছে। ড্রেন পরিষ্কারের কাজ অব্যাহত রয়েছে। বিশেষ করে এমএম কলেজ দক্ষিণ গেটের সামনের ড্রেন পরিস্কার ও সংষ্কার করতে সমস্যা হচ্ছে। কারন ড্রেনের আশেপাশের অধিকাংশ বাড়ির স্যুয়ারেজ লাইন ড্রেনের সাথে সংযুক্ত। এটার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ্য হতে হবে। ডিসেম্বরে মশা নির্ধন কার্যক্রম শুরু করা হবে।
জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন বলেন, যেসব বিদ্যালয় ভোট কেন্দ্র হবে। এর মধ্যে যাদের সামর্থ আছে তারা নিজ খরচে বিদ্যালয়ের সিসি ক্যামেরা স্থাপন করবে। আর যাদের সামর্থ নেই  সেসব বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসক, জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত জানাবে।
সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা নিপা ভাইরাসের আক্রান্ত থেকে দুরে থাকতে কাচা রস না খাওয়ার জন্য সকলকে আহবান জানান। তিনি বলেন কাচা রসে মৃত্যুর হার ৭৫ শতাংশ। ডিসেম্বর পর্যন্ত নিপা ভাইরাসে ৪ ভ্যক্তির মৃত্যু হয়েছে। জলাতঙ্ক রোগের টিকা চাহিরা তুলনায় কম পাওয়া যাচ্ছে। এজন্য টিকার সংকট দেখা দিয়েছে।
জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন বলেন যশোরের বিভিন্ন ২২ লাখ খেজুরগাছ রসের আওতায় আনা হয়েছে। সেই সাথে ৬ হাজার গাছিকে পরামর্শ দেয়া হয়েছে। নেট দিয়ে রস থেকে বাদুর রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। তারপরও নিপা ভাইরাস থেকে সকলকে সতর্ক থাকতে হবে।
২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত বলেন, টিকার চাহিদা অনুযায়ী রোগী বেশি হওয়ায় টিকা সংসকট দেখা দিয়েছে। সেই সাথে টিকা কর্মীরা আন্দোলনের থাকায় সমস্যা হচ্ছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, যশোর-খুলনা মহাসড়কের কাজ চলমান রয়েছে। এ সড়কে ৮ কিলোমিটার ঢালাই করতে এক বছর সময় লাগবে। পালবাড়ী-মনিহার রোড টেক ই মেরামতের কাজ শুরু করা হয়েছে। এজন্য একটু জানজট হচ্ছে।
এসময় বক্তব্য রাখেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহাবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন মহ কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category