সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সহকারী অধ্যাপক হলেন ঝিনাইদহের সৎ ও মানবিক চিকিৎসক ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ পরীক্ষা বর্জন করে ৮ দফা দাবী বাস্তবায়নের দাবীতে কমপ্লিট শাটডাউন কর্মসূচী পালন করেছে ফরিদপুরের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা নওগাঁ-০৬ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার্থীদের হেলমেট চুরি ডিসি অফিস চত্বরে চোরের দৌরাত্ম্য, আতঙ্ক গলাচিপা উপজেলা বিএনপির নেতৃত্বে হাসান মামুন এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ উলিপুরে চরাঞ্চলে পেঁয়াজের চারা বিক্রি, হাত বদলেই বেড়ে যায় দাম কুমিল্লা-৯ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দীন লাখাই থানা পুলিশের ‘ডেভিলহান্ট’ অপারেশন: যুবলীগের সাবেক সভাপতি জুনায়েদ গ্রেফতার শরীফ ওসমান হাদী ও শ্রমিক দীপু হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন নড়াইল সদর হাসপাতালের লিফটের কাজ দীর্ঘ ৮ বছরেও শেষ হয়নি

উলিপুরে চরাঞ্চলে পেঁয়াজের চারা বিক্রি, হাত বদলেই বেড়ে যায় দাম

Md Rezaul Islam / ৩
Update Time : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে তিস্তার চরাঞ্চলজুড়ে পেঁয়াজের চারা বিক্রির হাত বদলেই বেড়ে যায় দাম। জমিতে কৃষকেরা পেঁয়াজের চারা বিক্রি করছেন শ’প্রতি ১৯ টাকা। কিন্তু হাত বদলেই বিক্রি হচ্ছে শ’প্রতি ২৫ থেকে ৩০ টাকায়।

‎সরেজমিনে উপজেলার তিস্তা নদীবেষ্টিত বিভিন্ন চরাঞ্চলে গিয়ে দেখা যায়, পেঁয়াজের চারা বিক্রির ধুম পড়েছে। জমিতে পেঁয়াজ চাষিরা স্থানীয় পাইকারের নিকট শ’প্রতি ১৯ টাকা দরে পেঁয়াজের চারা বিক্রি করছেন। স্থানীয় পাইকার তা ক্রয় করে উপজেলার বিভিন্ন এলাকার পাইকারের নিকট বিক্রি করছেন ২৫ থেকে ৩০ টাকা দরে। চরাঞ্চলের পেঁয়াজ চাষিরা পেঁয়াজের চারা বিক্রি করে খরচের দ্বিগুন আয় করছেন।

‎চর জুয়ান সতরা এলাকার পেঁয়াজ চাষি আব্দুস ছামাদ জানান, প্রায় ১০শতক জমিতে পেঁয়াজের চারা চাষ করেছেন। এখানে খরচ হয়েছে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা। পেঁয়াজের চারা অনেক ভালো হয়েছে। জমিতেই স্থানীয় পাইকারের নিকট শ’প্রতি ১৯ টাকা বিক্রি করে এ পর্যন্ত আয় হয়েছে ১০ হাজার টাকা। আরও আয়ের আশা করছেন ৩০ হাজার টাকা। এবারে পেঁয়াজের চারার এত চাহিদা ও বাজার দর রয়েছে পূর্বে তা কখনো হয়নি। খরচের দ্বিগুন লাভ হবে বলে জানান তিনি।

‎স্থানীয় পাইকার কালাম মিয়া জানান, চরাঞ্চলে পেঁয়াজের চাষ অনেক ভালো হয়ে থাকে। এবারে পেঁয়াজের চারার চাহিদা থাকায় কৃষকদের নিকট থেকে জমিতে পেঁয়াজের চারা শ’প্রতি ১৯ টাকা দরে ক্রয় করে উপজেলার বিভিন্ন এলাকার পাইকারের নিকট ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি করে দিচ্ছি। পেঁয়াজের চারার চাহিদা থাকায় চরাঞ্চলের চাষিরা অনেক লাভবান হবেন।

‎পান্ডুল ইউনিয়নের চন্ডিজান এলাকার পাইকার আক্কাস আলী জানান, তিস্তার চরাঞ্চলের স্থানীয় পাইকারের নিকট শ’প্রতি ২৫ টাকা দরে পেঁয়াজের চারা ক্রয় করেন। এসব চারা উপজেলার বাহিরে বিভিন্ন বাজারে পাইকারের নিকট শ’প্রতি ৩০ টাকা দরে বিক্রি করবেন।

‎এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, তিস্তার চরাঞ্চল পেঁয়াজ চাষের জন্য উপযোগী। চরাঞ্চলে অনেক কৃষক পেঁয়াজের চাষ করে থাকেন। এছাড়া এবারে বন্যার পানি এসে উঁচু নিচু চর গুলোতে পলি পড়ে পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের ফসলাদি চাষাবাদ করার উপযোগী হয়ে উঠেছে। পেঁয়াজের চারার চাহিদা থাকায় পেঁয়াজ চাষিরা লাভবান হবেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category