দৈনিক আমার দেশ-এর পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষে বাগেরহাটে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের দৈনিক পূর্বাঞ্চল ব্যুরো কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় হকারসহ স্থানীয় দুস্থ ও অসহায় প্রায় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দৈনিক আমার দেশ-এর বাগেরহাট প্রতিনিধি শেখ মিরানুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আদালতের সিনিয়র আইনজীবী ও এপিপি অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান, বাংলা টিভির বাগেরহাট প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরান,আজকের প্রত্যাশা-র বাগেরহাট প্রতিনিধি ফকির হাসান আলী, নাগরিক টিভির বাগেরহাট প্রতিনিধি শেখ আহমেদ তারিক। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক এইচ এম অয়ন, হানিফ সিকদার, আমার দেশ পত্রিকার রামপাল উপজেলা প্রতিনিধি শেখ মাসুম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিকতা, গণতন্ত্র ও জাতির পক্ষে ভূমিকার কথা তুলে ধরেন এবং পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের সাহসী অবদানের প্রশংসা করেন।
এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।