সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার্থীদের হেলমেট চুরি ডিসি অফিস চত্বরে চোরের দৌরাত্ম্য, আতঙ্ক গলাচিপা উপজেলা বিএনপির নেতৃত্বে হাসান মামুন এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ উলিপুরে চরাঞ্চলে পেঁয়াজের চারা বিক্রি, হাত বদলেই বেড়ে যায় দাম কুমিল্লা-৯ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দীন লাখাই থানা পুলিশের ‘ডেভিলহান্ট’ অপারেশন: যুবলীগের সাবেক সভাপতি জুনায়েদ গ্রেফতার শরীফ ওসমান হাদী ও শ্রমিক দীপু হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন নড়াইল সদর হাসপাতালের লিফটের কাজ দীর্ঘ ৮ বছরেও শেষ হয়নি য়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে কেন্দ্র সংশ্লিষ্ট বিদ্যালয়ে ও অপরাধীদের সনাক্ত করতে বিভিন্ন রাস্তার মোড়ে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ সীমান্তে অবৈধ প্রবেশের দায়ে ভারতীয় বিএসএফ সদস্য আটক বাগেরহাটে ‘দৈনিক আমার দেশ’-এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ সীমান্তে অবৈধ প্রবেশের দায়ে ভারতীয় বিএসএফ সদস্য আটক

 জাহিদুল ইসলাম  / ২
Update Time : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

বাংলাদেশের সীমান্তে লালমনিরহাট জেলার পাটগ্রামে বহুল আলোচিত তিনবিঘা করিডোর সংলগ্ন দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২১ ডিসেম্বর) ভোরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের আবুলের চর সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তির বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক বিএসএফ সদস্য বর্তমানে ৫১ বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রয়েছে।
সীমান্ত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে ভারতীয় ও বাংলাদেশি গরু পারাপারকারীদের একটি যৌথ দল সীমান্তে জড়ো হয়। এ সময় ভারতের অর্জুনবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। ধাওয়ার একপর্যায়ে এক বিএসএফ সদস্য জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় ৩০০ গজ ভেতরে অনুপ্রবেশ করে এবং স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন। এসময় টহলরত ৫১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
আঙ্গরপোতা ক্যাম্পের বিজিবির সুবেদার আইয়ুব আলী জানান, ওই বিএসএফ সদস্যকে আটক করে ক্যাম্পে রাখা হয়েছে।
এদিকে বারবার বিএসএফের অনুপ্রবেশ ও হয়রানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা রেজানুর রহমান রেজা অভিযোগ করে বলেন, ভারতবেষ্টিত হওয়ার কারণে বিএসএফ প্রায় উসকানিমূলক কর্মকাণ্ড করে। এর আগে ২০১৪ সালের নতুন চুক্তির দোহাই দিয়ে নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে রাখার মতো ঘটনাও ঘটিয়েছে তারা।
বিজিবি রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকের অনুপ্রবেশ ও অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে তারা।
রংপুর ব্যাটলিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মো,সেলিম আল দীন প্রদত্ত এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান,আটককৃত বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category