সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
য়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে কেন্দ্র সংশ্লিষ্ট বিদ্যালয়ে ও অপরাধীদের সনাক্ত করতে বিভিন্ন রাস্তার মোড়ে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ সীমান্তে অবৈধ প্রবেশের দায়ে ভারতীয় বিএসএফ সদস্য আটক বাগেরহাটে ‘দৈনিক আমার দেশ’-এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দলীয় বঞ্চনার দেয়াল ভেঙে জনগণের শক্তিতে লড়াইয়ে নেমেছেন রাজবাড়ী —২ আসনে নাসিরুল হক সাবু অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে জায়গা করে নেওয়া কাউসারকে সংবর্ধনা দিলো খাগড়াছড়ি রিজিয়ন অক্সফোর্ডে আন্তর্জাতিক সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননায় ভূষিত হলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন বিস্কুট কিনে ফেরার পথে ৮ বছরের কনিকা’র মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ডিউটির ডাকেই শেষ যাত্রা শিশুবান্ধব পীরগঞ্জ গড়তে সাংবাদিকদের সক্রিয় ভূমিকার আহ্বান মাগুরা নহাটা বাজার বনিক সমিতির নির্বাচন জাঁকজমক ভাবে সম্পন্ন হয়েছে

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ২

মোঃ আবু বক্কর সিদ্দিক / ৭
Update Time : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও সংগ্রহ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে মেয়ের জামাতার বিরুদ্ধে।
এ ঘটনায় দীর্ঘদিনের মানসিক চাপ ও ব্ল্যাকমেইলের কারণে ভুক্তভোগী নারী একপর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন।
ঘটনার খবর পেয়ে বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে দ্রুত ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ করে তাকে শান্ত্বনা দেন এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনার নির্দেশ দেন।
আজ রোববার বিকেলে অভিযানের একপর্যায়ে অভিযুক্ত মেয়ে জামাতা ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, বাদী বান্দরবান জেলা বিএনপির মহিলা দলের যুগ্ম সম্পাদিকা।
তিনি বান্দরবান সদর থানাধীন সুয়ালক ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অভিযোগ অনুযায়ী, প্রধান অভিযুক্ত মিসকাতুন নবী মিসকাত বান্দরবান সদর উপজেলা বিএনপির সহযোগী সংগঠন জাসাসের সাধারণ সম্পাদক তিনি বাদীর ছোট মেয়ের স্বামী।
এজাহারে বলা হয়, গত ১৮ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে বাদী নিজ বসতবাড়িতে অবস্থানকালে অভিযুক্তরা তার একটি গোপন ভিডিও প্রদর্শন করে। এ সময় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিন লাখ টাকা দাবি করা হয়।
 টাকা না দিলে ভিডিওটি রাজনৈতিক অঙ্গনসহ এলাকার বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হবে বলেও ভয় দেখানো হয়।
বাদীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত জামাতা ওই ভিডিওকে পুঁজি করে তাকে নিয়মিত ব্ল্যাকমেইল ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। এতে তিনি চরম মানসিক বিপর্যয়ে পড়েন এবং একপর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাসাস নেতা ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যেখানে অভিযোগে উল্লেখিত গোপন ভিডিওটি পাওয়া গেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
মামলায় আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার অন্য আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মূল অভিযুক্ত ও তাঁর সহযোগী স্ত্রীকে আটক করা হয়েছে। বাদী এজাহার দায়ের করেছেন। আগামীকাল তাঁদের আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category