ভোলা ও বরগুনার পাথরঘাটায় পৃথক দুটি অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা সদর উপজেলার ব্যাংকের হাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ হাজার টাকা।
অন্যদিকে, সোমবার (১০ নভেম্বর ২০২৫) রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনার পাথরঘাটা থানাধীন রায়হানপুর মিয়া বাড়ি সংলগ্ন এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালিত হয়। সেখানে দুই ব্যক্তিকে তল্লাশি করে দেড় কেজি গাঁজা ও নগদ দুই হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) মোঃ আবুল কাশেম।
তিনি বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
আটক ব্যক্তিদের পরিচয়
ভোলা থেকে:
১। মোঃ জাহিদুল ইসলাম (২০), পিতা: আব্দুল জব্বার, গ্রাম: কুঞ্জপট্টি, ডাকঘর: চন্দ্র প্রসাদ, থানা: ভোলা সদর, জেলা: ভোলা।
পাথরঘাটা থেকে:
২। মোঃ নিলয় তালুকদার (২১), পিতা: বিরু তালুকদার, মাতা: খাদিজা বেগম, সাং: হোত খালি, ৩ নং ওয়ার্ড, থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর।
৩। মোঃ সাকিব সিকদার (২৪), পিতা: জাকির সিকদার, মাতা: রেক্সোনা বেগম, সাং: রায়হানপুর, থানা: পাথরঘাটা, জেলা: বরগুনা।