বগুড়ার শাজাহানপুর উপজেলা আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ (বি-ব্লক) এলাকার আবু বক্কর সিদ্দিককে প্রতারণা মামলায় শাজাহানপুর থানার কৈগাড়ি ফাঁড়ি পুলিশ গ্রেফতার করেছে। আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার মৃত কলিমউদ্দিনের ছেলে।
সি আর ২৬১৩/২৫, সি আর ২৬১৪/২৫ সহ মোট ৪টি মামলার ওয়ারেন্টের আসামি আবু বক্কর সিদ্দিককে গত বৃহস্পতিবার উপজেলার বনানী বাজার এলাকা থেকে শাজাহানপুর থানার কৈগাড়ি ফাঁড়ির এএসআই মাসুদ রানা গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোং লিঃ (সাংগঠনিক অফিস বি-ব্লক) এর এজিএম একটি অর্থ প্রতারণা মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদ রানা। তিনি জানান, আসামিকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।