রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চবি ভিপি ইব্রাহিম রনিকে বড়াইগ্রামে গণসংবর্ধনা কুড়িগ্রাম–১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ যশোর শিক্ষা বোর্ডের এইচএসসির খাতাপুনঃনিরীক্ষায় ২১৭ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন রাজবাড়ীর রাস্তায় প্রাণ গেল স্বপ্নবাজ ১৯ বছরের পলাশ কাজীর কেন্দুয়ায় জমি রেজিস্ট্রি করে না দিয়ে দখলের চেষ্টা ও খুনের হুমকি মাগুরার মহম্মদপুর ও শালিখায় নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত বান্দরবানের ইট ভাটার শ্রমিকরা কাপনের কাফর পারে রাস্তা অবরোধ ‎বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ পরিদর্শন ও মুল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-বরিশাল মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও গাছ ফেলে সড়ক অবরোধ চট্টগ্রাম লালদীঘি মাঠে বিশাল জনসভায় বৃহত্তর সুন্নী জোট নেতৃবৃন্দ

ঝিনাইদহে পুত্রবধূকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করলো শ্বশুর

Md Rasel Hossain / ১০০
Update Time : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় শ্বশুরের ধারালো অস্ত্রের আঘাতে লিমা বেগম (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আব্দুর রবের স্ত্রী।
রোববার ভোর ৫টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর মুকুল শেখকে আটক করেছে পুলিশ।
মরদেহ বর্তমানে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এদিকে নিহতের স্বজনদের কান্নার আহাজারিতে হাসপাতাল এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে নিজ ঘর থেকে বাড়ির উঠানে যান লিমা বেগম।
তখন উঠানে দাঁড়িয়ে থাকা মুকুল শেখ তার হাতে থাকা দা (ধারালো অস্ত্র) দিয়ে ছেলের স্ত্রীর শরীরে আঘাত করেন। সেসময় চিৎকারে অন্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকূপা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুর রহমান জানান, ওই গৃহবধূকে আমরা মৃত অবস্থাতেই পেয়েছি।
তার বুকের উপরের অংশে ধারালো অস্ত্রের গুরুতর ক্ষত ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ ও অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
শৈলকূপা থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান বলেন, এ ঘটনায় মুকুল শেখকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category