বিদ্যার সাগরে মহাকাব্য নিজ জেলার কবির খুঁজে,
না পাওয়ার ব্যথায় বিরক্ত আমি বইও তাহা বুঝে।
একটুখানি থমকে পা বাড়িয়ে নয়ন মেলিয়া চাই,
মন ভোলানো স্নিগ্ধ আভার জলধারা পস্তাতেও তাই।
অশ্রু ব্যথা দুঃখ যত গান গাহিয়া ইলাই তবে,
কেমনে থাকি তার বেদনায় মুগ্ধ আমিও ভুলি সবে,
লোকচক্ষুতে দিবা, অরন্য বেদনা যখন মনে মনে,
ক্লান্ত ক্লিষ্ট ক্ষিন মৌন দূরারোগ্য ক্ষণ মন থমথমে।
যন্ত্র গুহাই কিরে তোর মন খারাপ এত ক্ষণক্ষণে,
দগ্ধ মনকে করিতে শান্ত আর্জান চেষ্টায় প্রাপণে।
অহংকারে গায়ে নেই ডাক্তার নেতা তবু খুঁজে খুঁজে,
শ্রদ্ধা অবিরাম ধৈর্য্য মোরা সর্দার হাটে নিঃসঙ্কোচে।
হিন্দু মুসলিম পূজা মাফিলে পূর্ণ মাঠ-ঘাট ধু ধু,
ভক্তি অতি নেতার বুলি রাজনীতি পড়িবেননা শুধু।
সকলের তরে শ্রদ্ধা ভদ্রতা ভদ্র সম্মান ভালোবাসা,
সহস্র যুগে শ্রেষ্ঠ বাঙালি উন্নত শিরে আমৃত্যু আশা।
হ্যাঁ, টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভক্তির গির্জা পেগোডা মন্দির নিয়া।
৬৪ জেলা বন্দর-নগর খাল-বিল বন-অরণ্য অনন্য,
মুসলিম বেশে চট্টগ্রামে আমি উকিল পাড়ার কন্যা।