রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরনারায়ণপুর এলাকায় রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বিস্কুট কিনে বাড়ি ফেরার সময় ৮ বছর বয়সী কনিকা নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, কনিকা দুপুরে গ্রামের পথে বিস্কুট কিনে ফিরছিল। ঠিক সেই সময় **ঢাকা–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী **এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। শিশু কনিকা স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনাস্থল ও পুলিশ সূত্রে জানা গেছে, কনিকা পড়ালেখা করত স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। তার আচমকা মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাসচালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এবং পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।
প্রতি বছর দেশের বিভিন্ন সড়কে শিশুদের এমন হাইঝ্যাঁস দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটে থাকে, যেখানে পথচারী বা সড়ক পারাপারের সময় গমনাগমনে ব্যবহৃত গাড়ি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণহানি ঘটে থাকে। (সংশ্লিষ্ট সাধারণ সড়ক দুর্ঘটনার পূর্ব অভিজ্ঞতায় দেখা যায়, বাস বা গাড়ির চাপায় শিশুর মৃত্যু ব্যাপক শোক ও উদ্বেগ সৃষ্টি করে।
পরিবারের সদস্যরা বলেন, “কনিকা খুবই খোলা মনের, খেলাধুলা ও পড়াশোনাকে ভালোবাসত। এত কিছুর মাঝেই তার এমন মর্মান্তিক চলে যাওয়া আমাদের জন্য অপরাধংকর ক্ষতি।” পরিবারের আহাজারিতে ঘটনাস্থল এলাকায় মানুষের দুরুদুরু পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত বিস্তারিত তদন্ত করে, অপরাধীদের আইনের আওতায় আনার জন্য কাজ চালাচ্ছে।