সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অক্সফোর্ডে আন্তর্জাতিক সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননায় ভূষিত হলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন বিস্কুট কিনে ফেরার পথে ৮ বছরের কনিকা’র মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ডিউটির ডাকেই শেষ যাত্রা শিশুবান্ধব পীরগঞ্জ গড়তে সাংবাদিকদের সক্রিয় ভূমিকার আহ্বান মাগুরা নহাটা বাজার বনিক সমিতির নির্বাচন জাঁকজমক ভাবে সম্পন্ন হয়েছে বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ২ জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের দাফন সম্পন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত উলিপুরের সেনা সদস্য মমিনুল ইসলামের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল

আশুলিয়ায় মাদকদ্রব্য ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ রফিকুল ইসলাম জিলু  / ৯৯
Update Time : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

ঢাকার আশুলিয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রবিবার (০৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল ও পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- দিনাজপুর জেলার কোতোয়ালী থানার জয়রামপুর এলাকার রহমত আলীর ছেলে মাহমুদুল হাসান মুন্না (২০), মুন্সিগঞ্জ জেলার সদর থানার মুক্তারপুর এলাকার শাজাহান মাতবরের ছেলে আল ইসলাম (২৮) ও একই থানার উত্তর মহাখালি এলাকার মৃত আব্দুল হালিম শেখের ছেলে সাদ্দাম হোসেন (৩২)। বর্তমানে তারা আশুলিয়ার জামগড়া ও ইউয়িনক এলাকায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল হাসান মুন্না নামের এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে। একই সময় গোয়েন্দা (ডিবি) পুলিশের অন্য একটি আভিযানিক দল আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ আল ইসলাম ও সাদ্দাম হোসেন নামের আরও দুই মাদক ব্যববাসীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category