আশুলিয়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার অভিযোগে রাকিবুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারের সময় তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
শুক্রবার (০৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার গৌরিপুর বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাকিবুল ইসলাম (২৪) রংপুর জেলার কাউনিয়া থানার বালাপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার কাঠালতলা এলাকায় থাকতেন বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সিরাজ উদ দৌলাহ সংগীয় অফিসার ও ফোর্সসহ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানাধীন গৌরিপুর বটতলা এলাকা হতে রাকিবুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।